হাফিজ উদ্দিন আহমদ ১৯৪৪ সালের ২৯ অক্টোবর ভােলার লালমােহনে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ-র পাঠ শেষে যােগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৬৮ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য সরকার কর্তৃক বীরবিক্রম’ উপাধিতে ভূষিত হন। পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলােয়াড় হিসেবে বিভিন্ন দেশ সফর করেন। বিভিন্ন প্রতিযােগিতায় ঢাকা মােহামেডান স্পাের্টিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্ব করেন। ১৯৮০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন। ফিফা’র আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি রাজনীতিতে বিশেষ সক্রিয় রয়েছেন, ভােলা-৩ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এক সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দু’পুত্র শাহরুখ হাফিজ ও তাহারাত হাফিজ এবং কন্যা শামামা শাহরীনের জনক। স্ত্রী দিলারা হাফিজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিদফতরের সাবেক মহাপরিচালক।