মো: শামসুর রহমান খান। পিতা মো : কেরামত আলী খান। মা সুলতানা বেগম। জন্ম ১৯৪৬ সনের ৫ অক্টোবর বরিশালের এক নিভৃত গ্রাম গুঠিয়ায়। স্কুল কলেজের গন্ডি পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ^বিদ্যালয়ে। ১৯৭০ সনে সেখান থেকে এম এ পাশ করে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। বাংলাদেশ ¯^াধীন হওয়ার পর বিসিএস ১ম ব্যাচ পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন পদে চাকরি করা ও দেশ ঘুরে দেখার সুয়োগ পান। ২০০৩ সনে ৩ অক্টোবর পর্যন্ত চাকরি করে যুগ্ম সচিব পদে অবসর গ্রহণ করেন। চাকরিকালীন সময় পোল্যান্ড ও ভারত ভ্রমণ করেন। এছাড়া পবিত্র হজ্জ্ব ও ওমরাহ পালনের জন্য কয়েকবার সৌদি আরব ভ্রমণ করেছেন। বর্তমানে নানা সমাজ কল্যান কাজের সাথে যুক্ত রয়েছেন। জীবনে নানা সম্মাননা পেলেও তার কাছে মনে হয়, মানুষের ভালোবাসা পাওয়াই সবচেয়ে বড় পুরস্কার।