Loading...
মো: শামসুর রহমান খান
লেখকের জীবনী
মো: শামসুর রহমান খান (Md. Shamsur Rahaman Khan)

মো: শামসুর রহমান খান। পিতা মো : কেরামত আলী খান। মা সুলতানা বেগম। জন্ম ১৯৪৬ সনের ৫ অক্টোবর বরিশালের এক নিভৃত গ্রাম গুঠিয়ায়। স্কুল কলেজের গন্ডি পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ^বিদ্যালয়ে। ১৯৭০ সনে সেখান থেকে এম এ পাশ করে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। বাংলাদেশ ¯^াধীন হওয়ার পর বিসিএস ১ম ব্যাচ পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন পদে চাকরি করা ও দেশ ঘুরে দেখার সুয়োগ পান। ২০০৩ সনে ৩ অক্টোবর পর্যন্ত চাকরি করে যুগ্ম সচিব পদে অবসর গ্রহণ করেন। চাকরিকালীন সময় পোল্যান্ড ও ভারত ভ্রমণ করেন। এছাড়া পবিত্র হজ্জ্ব ও ওমরাহ পালনের জন্য কয়েকবার সৌদি আরব ভ্রমণ করেছেন। বর্তমানে নানা সমাজ কল্যান কাজের সাথে যুক্ত রয়েছেন। জীবনে নানা সম্মাননা পেলেও তার কাছে মনে হয়, মানুষের ভালোবাসা পাওয়াই সবচেয়ে বড় পুরস্কার।

মো: শামসুর রহমান খান এর বইসমূহ