Loading...
ইয়াহিয়া আদেল ইব্রাহিম
লেখকের জীবনী
ইয়াহিয়া আদেল ইব্রাহিম (Yahiya Adel Ibrahim)

জন্ম কানাডায়,পূর্বপুরুষ সূত্রে মিশরীয় ,বৈবাহিক সূত্রে তুর্কী ইমাম ইয়াহিয়া বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন । সাংস্কৃতিক বহুত্ববাদের মাঝে মানুষের সামাজিক সহাবস্থান এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আন্ত:সংস্কৃতি সংলাপের মূলনীতিতে তিনি নিবেদিতপ্রাণ । অস্ট্রেলিয়ায় তার বিভিন্ন উদ্যোগের মধ্যে আছে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ,সংস্কৃতিগত সংবেদনশীলতা উন্নয়নের কর্মসূচি,শিক্ষাবিষয়ক জোরালো বক্তব্য ও মিডিয়া উপস্থাপনা । বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এবং অনেক সরকারী ও বেসরকারী সংস্থায় তার বিশেষজ্ঞ জ্ঞানের কদর রয়েছে । তার পূর্বপুরুষরা প্রাচ্যের ,তবে তার জন্ম ও শিক্ষালাভ পাশ্চাত্যে । তিনি তার স্ত্রী সনগাল ও তিন সন্তান নিয়ে বাস করছেন বহু সংস্কৃতির সমাহার পশ্চিমা বিশ্বে । তার ধর্মীয় শিক্ষার হাতেখড়ি কানাডার টরেন্টোতে ।এখানে তিনি কুরআন হিফয করেন, ইমাম শাফীর মাযহাবের মূলনীতি অনুযায়ী ইসলামী আইন /ফিকহ্ অধ্যয়ন করেন । পরবর্তী সময়ে ১৯৯৩ সাল থেকে মিশর, হিজাজ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন ইসলামী বিদ্বান বা শায়খের সাথে গুরত্বপূর্ণ সাক্ষাত এবং আলাপ-আলোচনার মধ্য দিয়ে তার দ্বীনের জ্ঞানের জগতের প্রসার অব্যাহত রেখেছেন । এ পুরো সময় ধরে ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখা হাদিস,ফিকহ্ ও কুরআন বিষয়ে শিক্ষাদানের জন্য তিনি তাজকিয়্যাহ ও ইজাজত অর্জন করেন,আল হামদুলিল্লাহ । আধ্যাত্মিকতা উন্নয়নকারী ধর্মীয় জ্ঞান , কুরআনের ব্যাখ্যা বা তাফসীর ,সুন্নাহ, ইসলামী ঐতিহ্য ও ইসলামী আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা-পর্যালোচনার জন্য তিনি ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন । পারিবারিক সহিংসতা ও নিপীড়ন,নারী বিদ্বেষ,লৈঙ্গিক বৈষম্য, শিশুদের সুরক্ষা, সম্মানজনক সম্পর্ক, অক্ষমতা,মানসিক স্বাস্থ্য ইত্যাদি জীবন ঘনিষ্ট বিষয় নিয়েও অব্যাহতভাবে কথা বলে যাচ্ছেন তিনি । উগ্র সন্ত্রাস বিরোধী বার্তা,ধর্মীয় সহিষ্ণুতা,সাংস্কৃতিক বহুত্ববাদ এবং নৈতিকতার সার্বজনীনতা বিষয়ে সবসময় জোর দেন তিনি । এসব লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি তার ঐকান্তিক নিষ্ঠা ও ব্যক্তিগত উৎকর্ষ সাধনের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি West Australian Multicultural Community Service Award লাভ করেন। অস্ট্রেলিয়ান সরকারের মহতী উদ্যোগ ‍Sharing our achievements : Mosaic of Nations এর সাথেও তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন । তিনি Conference of Australian Imams এর জন্য অস্ট্রেলিয়ান ফেডারেল সরকারের Muslim Community Reference Group এর ফ্যাসিলিটেটর নির্বাচিত হয়েছেন তিনি।

ইয়াহিয়া আদেল ইব্রাহিম এর বইসমূহ