Loading...
মনিরুল ইসলাম (নওগাঁ)
লেখকের জীবনী
মনিরুল ইসলাম (নওগাঁ) (Monirul Islam (Naoga))

১৯৮৫ সালের ৩রা মার্চ। মনিরুল ইসলাম নওগাঁ জেলার অন্তর্গত সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা হযরত আলী ইসলামপুর দাখিল মাদ্রাসার এবতেদায়ী সহকারী মৌলভী ও মাতা প্রয়াত মঞ্জুয়ারা। তিন ভাই বোনের মধ্যে কবি বাবা-মা’র প্রথম সন্তান। বাল্যকাল থেকেই পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন গুণী লেখকের বই পাঠে অভ্যস্থ ছিলেন তিনি। বই পড়ার নেশা থেকেই লেখা-লেখির প্রতি আগ্রহী হয়ে ওঠেন।লিখতে শুরু করেন অণু কবিতা, ছোটগল্প, হামদ-নাত। তৎকালীন “কিশোর কন্ঠ” নামক জনপ্রিয় মাসিক ম্যাগাজিনে কবির বেশ কিছু অণু কবিতা ও ছড়া প্রকাশ হয়। "শ্রাবণের বুকে বৃষ্টি" লেখকের প্রথম গল্পগ্রন্থ। এই গ্রন্থে ৬ টি গল্প রয়েছে। যেগুলো বর্তমান প্রেক্ষাপটের আলোকে লেখা। আশা করি বইটি পাঠ করে চমৎকৃত হবেন।

মনিরুল ইসলাম (নওগাঁ) এর বইসমূহ