Loading...
মোমেন এইচ
লেখকের জীবনী
মোমেন এইচ (Momen H.)

মামেন এইচ ১২ নভেম্বর ২০০০ সালে নেত্রকোণা জেলার অন্তর্গত কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রামে ভাঙ্গাপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা মো. হাদিছ উদ্দিন ভূঁইয়া একজন শিক্ষক। মাতা হোসনে আরা হাদিছ গৃহিনী। মোমেন এইচ তার লেখক নাম। মূল নাম এইচ এম মোমেন ভূঁইয়া। তিনি কেন্দুয়া জয়হরি ¯প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে থেকে ২০১৬ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। বর্তমানে স্কাবো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ- পলিটেকনিক ইনস্টিটিউটে টেক্সটাইল বিভাগে অধ্যয়নরত। তিনি একজন সাংগঠনিক ব্যক্তিত্ব। কথা সাহিত্যিক ড. হুমায়ূন আহমেদ স্মৃতি সংগঠনের প্রতিষ্ঠাতাও তিনি। এছাড়াও তিনি সচেতনতামূলক সাহিত্য পত্রিকা 'শব্দঝুড়ি'র সম্পাদক।

মোমেন এইচ এর বইসমূহ