Loading...
সাহাদাত পারভেজ
লেখকের জীবনী
সাহাদাত পারভেজ (Shahadat Parvez)

সাহাদাত পারভেজ খ্যাতিমান আলোকচিত্রী, শিক্ষক ও গবেষক। জন্ম ১৯৭৭ সালের ৮ অক্টোবর, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে। কিশোর বয়সেই লেখালেখি শুরু। ওই সময় ছবি তোলার নেশাও পেয়ে বসে। ফলে স্কুলের পাশের বর্ণালী স্টুডিওতে ঘোরাঘুরি করতে থাকেন। ১৯৯৮ সালে চঞ্চল মাহমুদ স্কুল অব ফটোগ্রাফি থেকে বেসিক কোর্স করেন। পরে পাঠশালা- দ্য সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি থেকে ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা। প্রথম আলোর ডেপুটি চিফ ফটোজার্নালিস্ট হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময়। বর্তমানে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ফটো এডিটর হিসেবে কর্মরত। এছাড়া তিনি স্টেট ইউনিভারসিটি অব বাংলাদেশ এর জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের খণ্ডকালীন শিক্ষক। পাঠশালার আলোকচিত্র সংগঠন ‘মুক্তচোখ’-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি। বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড এর সম্পাদকমন্ডলীর সদস্য। এছাড়া বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য। তাঁর প্রকাশিত বই- যে ছবি হৃদয়ে আঁকা [১৯৯৫, কাব্যগ্রন্থ]; শতবর্ষের পথিক [২০১২, ফটো অ্যালবাম], গবেষণধর্মী গ্রন্থ- শেকড়ের খোঁজে [২০১৫], একটি বিদ্যালয় বৃত্তান্ত [২০১৬], গজারিয়ার ইতিহাস ও ঐতিহ্য [২০১৭], গণহত্যা গজারিয়া : রক্ত মৃত্যু মুক্তি [২০১৮], গণহত্যা-বধ্যভূমি ও গণকবর জরিপ : মুন্সিগঞ্জ জেলা [২০১৯], গণহত্যার গহন গল্প : প্রসঙ্গ ভবেরচর [২০২২]। অতি সম্প্রতি তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় চার খণ্ডের কালজয়ী রচনা ‘ড্যাডিসমগ্র’।

সাহাদাত পারভেজ এর বইসমূহ