"মানুষ ভজলে সোনার মানুষ হবি" হৃদয়ে ধারণ করে এগিয়ে চলা এক নিভৃতচারী স্বপ্নদ্রষ্টা'র নাম সাকিনা কাইউম । তিনি একাধারে - কবি, ঔপন্যাসিক, গল্পকার, কলামিস্ট, কণ্ঠশিল্পী, আবৃত্তি শিল্পী, কারুশিল্পী এবং একজন সফল শিক্ষক। নারায়ণগঞ্জের মেয়ে সাকিনা কাইউম তাঁর বহুমাত্রিক শিল্পকলা'র দক্ষতাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন "কালারফুল আর্টিস্ট্রি" নামক অনলাইন ভিত্তিক একটি আর্টস এন্ড ক্রাফটস প্রতিষ্ঠান, যা দেশ-বিদেশে ব্যাপকভাবে জনপ্রিয়। তিনি বর্তমানে রিলাক্স রেডিও বাংলা" রেডিও চ্যানেলে নৈপুণ্যতার সাথে অনুষ্ঠান সঞ্চালনার কাজ করছেন। এছাড়া দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। ২০১০ সালে তাঁর প্রথম প্রকাশিত শিশুতোষ গ্রন্থ - " Let's Practice Manners ", এছাড়াও তাঁর বেশ কিছু যৌথ কাব্যগ্রন্হ রয়েছে । বহুমাত্রিক প্রতিভার অধিকারী "সাকিনা কাইউম" এতকিছু করার পরেও তিনি নিজেকে অণুমাত্রিক ভেবে সুখ পান। পুরুষতান্ত্রিক সমাজের ভয়ংকর চিত্রগুলো তাঁকে খুব বেশি আহত করে এবং মৌলবাদ ও উগ্রবাদের অশুভ হাত তাঁকে ভাবায় প্রতিনিয়ত। এ-সব ভাবনা থেকেই তিনি বারবার জ্বলে ওঠেন। আর এভাবেই সৃষ্টি হয় তার এই কাব্যগ্রন্থ - "আমি হেরে গেলে তুমি সমুদ্র পাবে" ।