Loading...
সাদত হাসান মান্টো
লেখকের জীবনী
সাদত হাসান মান্টো (Saadat Hasan Manto)

জন্ম ১৯১২ সালের ১১ মে পাঞ্জাবের লুধিয়ানা জেলার সোমরালা গ্রামে। অনুবাদক, বেতার নাট্যকার, চলচ্চিত্রের কাহিনিকার ও সাংবাদিক হিসেবে তাঁর জীবন ছিল কর্মবহুল। কিন্তু সবকিছু ছাপিয়ে ওঠে তাঁর সাহিত্য, বিশেষ করে ছোটগল্প। ১৯৪৭ সালের ভারত বিভাগ তাঁর ব্যক্তিগত ও সাহিত্যিক জীবনে গভীর ছাপ ফেলে। তিনি পাকিস্তানে চলে যান। সেখানেও মানসিক ও আর্থিকভাবে থিতু হতে পারেননি। লেখায় অশ্লীলতার অভিযোগে তাঁকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়। নিদারুণ অর্থকষ্টে ভুগেছেন। মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যু হয় ১৮ জানুয়ারি ১৯৫৫ সালে।