Loading...
মুহাম্মদ ইলিয়াস রিফায়ী
লেখকের জীবনী
মুহাম্মদ ইলিয়াস রিফায়ী (Muhammad Elias Rifaiye)

Muhammad Elias Rifaiye একজন গবেষক ও তুলনামূলক ধর্মবিশ্লেষক। বিশ্বমানবতার সামনে ইসলামের সত্যতা তুলে ধরতে মুখস্থ করেছেন কুরআন হাদিসসহ বিভিন্ন ধর্মের ‘ধর্মগ্রন্থ’ ও ‘ধর্মীয় গ্রন্থে’র হাজারও উদ্ধৃতি। ইসলামের প্রচার এবং নাস্তিক ও অমুসলিমদের ইসলামের উপর আরোপিত অভিযোগের জবাব প্রদানে অনবরত গবেষণা করে যাচ্ছেন। পিতা মাওলানা মুহাম্মাদ শফিউল্লাহ রিফাআহ। পিতার নামের সাথে সম্বোধনযুক্ত করেই তাকে ‘রিফায়ী’ নামে ডাকা হয়। দাদার নাম রুস্তম আলি ফরাজি। পরদাদার নাম ফজর আলি। তিনি বর্তমান বিশ্বের বিস্ময় মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক হাফিজাহুল্লাহর কাছে উলুমুল হাদিস নিয়ে পড়েছেন দুই বছর। এরপর তার নেগরানিতে ধর্ম ও মতবাদ বিষয়ে একবছর পড়াশোনা করেছেন। ইসলামের শাশ্বত বাণী সবদেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিয়ে এবং ইসলামের ওপর আরোপিত অভিযোগ-আপত্তির জবাব প্রদান করে মানবতার মুক্তির পথ মসৃণ করার সুমহান লক্ষ্যে তিনি বিভিন্ন উদ্যোগ-আয়োজন গ্রহণ করেছেন। এই সূত্র ধরেই তিনি প্রতিষ্ঠা করেন www.islam for worlds.com. যা একটি গবেষণামূলক ব্যতিক্রমধর্মী ইসলামিক ওয়েবসাইট। কুরআনের উপর নাস্তিক ও অমুসলিমদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উত্থাপিত অভিযোগের বিজ্ঞান ও যুক্তিনির্ভর জবাব দিয়ে লিখেছেন ‘সত্যের জয় হলো’। বিজ্ঞান ও যুক্তির নিরিখে নারীর ইসলামি বিধান সুপ্রমাণিত করে এবং অনৈসলামিক মতবাদ অবান্তর সাব্যস্ত করে লিখেছেন ‘নারী : ইসলাম যার রোলমডেল’। বাইবেলের অসারতা তুলে ধরে লিখেছেন ‘আমরা খ্রিষ্টান গবেষকরা বলছি : বাইবেল ধর্মগ্রন্থ নয়।’ আরো লিখেছেন : ইসলামের ছায়ায় অমুসলিম বিজ্ঞানী।

মুহাম্মদ ইলিয়াস রিফায়ী এর বইসমূহ