Loading...
রহমান বর্ণিল
লেখকের জীবনী
রহমান বর্ণিল (Rahman Bornil)

প্রমত্তা মেঘনার মোহনায় বঙ্গোপসাগরের বুকে প্রকৃতির অপার বিস্ময় সন্দ্বীপের নিভৃত গ্রাম সন্তোষপুরে শীতের এক কুহেলিকা আচ্ছন্ন প্রত্যুশে জন্ম রহমান বর্ণিলের। মেঘনার অববাহিকায় গ্রাম বাংলার অপার প্রাকৃতিক সৌন্দর্য্য ছোটবেলাতেই দারুণভাবে রেখাপাত করেছে তাঁর মনে। নবপ্রভাতে অরুণোদয় কিংবা বিকেলের সূর্যাস্ত, খরস্রোতা মেঘনা কিংবা অসীম শান্ত বনানীর প্রতি তাঁর প্রগাঢ় আকর্ষণ। বর্ষার অবিরাম বারিপাত, নিশুতি রাতে মাতাল জোৎস্নার অবিরল শীতল ধারা এক সম্মোহনী মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে ওঠে তাঁর মন। তাই তাঁর লেখনিতে প্রকৃতির এই অপার আয়োজনের নিখুঁত বর্ননা পরিলক্ষিত। শৈশবের পুরোটা সময় কেটেছে গ্রামে। তারপর সময়ের প্রয়োজনে কৈশোরের এক বেদনাবিধুর সকালে যাত্রা করে ইট-পাথরের জগদ্দল শহর চট্টগ্রামে। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে ব্যাবস্থাপনায় স্নাতকোত্তর এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এমবিএ ডিগ্রী অর্জন করলেও রহমান বর্ণিলের সমস্ত সত্তা জুড়ে শিল্প-সাহিত্য ঝর্ণা ধারার মতো প্রবাহমান। রাজনীতি, ইতিহাস এবং সমাজ সচেতন রহমান বর্ণিল পরিপূর্ণভাবে একজন প্রগতিশীল মানুষ। বাঙালি জাতিসত্তা এবং মুক্তিযুদ্ধের চেতনায় প্রবলভাবে বিশ্বাসী রহমান বর্ণিলের কলম একদিকে যেমন গল্প, কবিতা, ছড়া এবং সমালোচনায় মুখর, অন্যদিকে সমাজের বিরাজমান অসংলগ্নতার বিরুদ্ধে অনুরূপ বিপ্লবীও। নিয়মিত লেখেন বিভিন্ন জাতীয় দৈনিকে। রহমান বর্ণিল ব্যক্তিগত জীবনে বিবাহিত। স্ত্রী রুবনা সুলতানা একজন সফল উদ্যেক্তা এবং একজন সাহিত্যনুরাগী। রোদ্দুর রহমান তাদের একমাত্র সন্তান।