রবার্ট সিলভারবর্গ : জন্ম ১৫ জানুয়ারি ১৯৩৫ সালে নিউইয়র্কের ব্রুকলিনে। ছােটবেলা থেকেই বই পড়ার অদম্য নেশা। লেখালেখির শুরুটাও ছােটবেলা থেকেই। পড়াশােনা করেছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে। কিন্তু লিখতেন। বিজ্ঞান কল্পকাহিনি। রিভােল্ট অন আলফা সি’ নামের প্রথম উপন্যাসটি লিখেন ছােটদের জন্য। প্রকাশিত হয় ১৯৫৫ সালে এবং পরের বছরই বেস্ট নিউ রাইটার ক্যাটাগরিতে হুগাে পুরস্কার লাভ করেন। তিনি একাধিকবার হুগাে এবং নেবুলা পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযােগ্য বইগুলাের মধ্যে রয়েছে মাস্টার অব লাইফ এণ্ড ডেথ, “ইনভ্যাডার্স ফ্রম আর্থ, অ্যাস আ বিলিয়ন ইয়ার্স, নাইট উইংস, ‘আ টাইম অব চেঞ্জ, বর্ন উইথ দ্য ডেথ, ‘সেইলিং টু বাইজান্টিয়াম,' এবং মাজিপুর সিরিজ। ২০০৪ সালে সায়েন্স ফিকশন রাইটার্স অব আমেরিকা তাকে গ্র্যাণ্ড মাস্টার খেতাব প্রদান করে। বর্তমানে সিলভারবর্গ দ্বিতীয় স্ত্রী কারেন হ্যাবারকে নিয়ে ক্যালিফোর্নিয়ার ওকল্যাণ্ডে বসবাস করছেন।