Loading...
ড. মোঃ আনোয়ার হোসেন
লেখকের জীবনী
ড. মোঃ আনোয়ার হোসেন (Dr. Md. Anwar Hossain)

ড. মোঃ আনোয়ার হোসেন ১৯৮৭ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। বাংলা সাহিত্যের তরুণ-গবেষক হিসেবে স্নাতক (সম্মান) পর্যায় থেকে গবেষণা ও সৃষ্টিশীল কর্মে হাতেখড়ি। তিনি ২০২২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 'ভূদেব মুখোপাধ্যায়: জীবন ও সৃষ্টি' শীর্ষক গবেষণাকর্মের জন্য পিএইচ.ডি (ডক্টর অব ফিলজফি) ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত । গবেষণার আগ্রহের বিষয় প্রবন্ধ হলেও কথাসাহিত্যের প্রতি এক ধরনের ঝোঁক রয়েছে। তাঁর প্রথম উপন্যাস 'অপমৃত্যু' স্নাতকোত্তর পর্যায়ের সৃষ্টিশীল সাহিত্য রচনার পাণ্ডুলিপি হিসেবে উপস্থাপিত। তাঁর প্রথম প্রকাশিত গবেষণামূলক গ্রন্থ সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ: সমাজ, রাজনীতি ও জাতীয়তাবাদ (২০১৬)। তাঁর অন্যান্য গ্রন্থের মধ্যে রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অসমাপ্ত আত্মজীবনী (২০১৬), বঙ্গবন্ধু ও বাংলাদেশ (২০১৭) উল্লেখযোগ্য। তাঁর সংকলিত, সম্পাদিত ও ভূমিকা সম্বলিত গ্রন্থের সংখ্যা ৩০টি। এগুলোর মধ্যে বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি (২০১৬), ডাক ও খনার বচন (২০১৭), একুশের কবিতা (২০১৭) অন্যতম।