Loading...
ড. মোঃ আনোয়ার হোসেন
লেখকের জীবনী
ড. মোঃ আনোয়ার হোসেন (Dr. Mohammad Anowar Hossain)

ড. মাে. আনােয়ার হােসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে ৩৩ বছর শিক্ষকতা করছেন। মাতৃভূমিকে স্বাধীন করার আবাল্য-লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা জীবনে ১৯৬৭, ১৯৬৯ এবং ১৯৭১-এ মােট তিন বার লেখাপড়া ছেড়ে সরাসরি বিপ্লবী আন্দোলন ও মুক্তিযুদ্ধে যােগ দিয়েছিলেন। তাঁর ভ্রাতা কর্নেল আবু তাহের বীরউত্তম-এর নেতৃত্বে সাত ভাই দুই বােনের সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বীরত্বগাথা কিংবদন্তিতুল্য। কর্নেল তাহের ছাড়াও তার আরও তিন ভাই মুক্তিযুদ্ধে বীরত্বসূচক পদক লাভ করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সিপাহী অভ্যুত্থান-পরবর্তী সময়ে কারাভ্যভূরে গােপন আদালতে জেনারেল জিয়া তার জীবনদাতা তাহেরকে বিচারের নামে প্রহসন করে ফাসি দিয়ে হত্যা করেন। সে মামলায় অভিযুক্ত হয়ে ড় আনােয়ার প্রায় পাঁচ বছর কারাগারে অন্তরীণ থাকেন। নব্বই-এর গণ-অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সামসুন্নাহার হলে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় তিনি বিপন্ন ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ান ও পুলিশ কর্তৃক আহত হয়ে সাড়ে তিন মাস শয্যাশায়ী থাকেন। ড. আনােয়ার হােসেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন জীববিজ্ঞানী। জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কোরিয়া ও ভারতের খ্যাতিসম্পন্ন জীববিজ্ঞানীদের সাথে তিনি নানা গবেষণায় অংশ নিয়েছেন। তার গুরুত্বপূর্ণ গবেষণাপত্র বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার আমেরিকায় প্যাটেন্ট হয়েছে। তিনি ১৯৮৫ সালে জীববিজ্ঞানে শ্রেষ্ঠ প্রকাশনার জন্য ইউজিসি পুরস্কার এবং ১৯৯৩ সালে জীববিজ্ঞান গবেষণায় অবদানের জন্য বিচারপতি ইব্রাহীম স্মারক স্বর্ণপদক লাভ করেন। ২০ আগস্ট ২০০৭-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা সদস্য কর্তৃক ছাত্র লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট স্বতঃস্ফূর্ত আন্দোলনের পর ২৩ আগস্ট যৌথবাহিনী তাঁকে গ্রেপ্তার করে। বার দিনের রিমান্ডসহ মােট পাঁচ মাস কারাবাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্রদের এক অভূতপূর্ব শান্তিপূর্ণ ও একই সাথে প্রচণ্ড আন্দোলনের মুখে ২২ জানুয়ারি ২০০৮ সকালে দণ্ড ও বিকেলে তা মওকুফের নাটকীয়তার মধ্য দিয়ে মুক্তি লাভ করে তিনি পুনরায় শিক্ষকতা জীবনে ফিরে এসেছেন। ড. আনােয়ার হােসেন বর্তমানে জীববিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।