শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে পরবর্তীতে ইউনিভার্সিটি ব্রুনাই দারুসস্থালাম থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি রিসার্চ ফেলোশিপের আওতায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে বিদেশে পূর্ণ এবং খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। ২০১৮ সালে ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপস সম্পন্ন করেন। তাঁর প্রায় পঞ্চাশের অধিক গবেষণা প্রবন্ধ, বু চ্যাপ্টার এবং গবেষণাধর্মী লেখা বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এ বাংলাদেশ সরকারের ডিজিটাল অর্থনীতির উপর তাঁর বিশেষ আগ্রহ এবং এ বিষয়ে গবেষণার প্রচেষ্টা রয়েছে। তিনি দুই কন্যা সন্তানের জনক।