Loading...
ড. বি. এম. রাজ্জাক
লেখকের জীবনী
ড. বি. এম. রাজ্জাক (Dr. B. M. Razzak)

ড. বি. এম. রাজ্জাক ২৩ শে মার্চ, ১৯৭৯ সালে বরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন সাতলা ইউনিয়নে বিশ্বাস বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. আচমত আলী বিশ্বাস ও মাতা রুপজান বেগম। তিনি ১৯৯৪ সালে সাতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। ১৯৯৬ সালে ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ২০০৩ সালে বিবিএ (অনার্স) ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তিনি একই বিভাগ থেকে ২০০৫ সালে MBA in Human Resource Management-এ প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন। তিনি ২০০৫ সালে Bangladesh University of Business and Technology-তে প্রভাষক পদে যোগদান করেন। তারপর ২০০৬ সালে Northern University of Bangladesh-এ প্রভাষক পদে যোগদান করেন। এছাড়াও তিনি ঢাকা সিটি কলেজে খ-কালীন প্রভাষক ছিলেন। তিনি উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য ২০০৮ সালে লন্ডনে যান ও ২০০৯ সালে গ্রিনিচ বিশ্ববিদ্যালয় থেকে MA Management অর্জন করেন। তারপর Full Scholarship এ ২০১৪ সালে Kingston University London থেকে MSc Management ও ২০১৭ সালে পিএইচডি লাভ করেন। তার PhD গবেষণার বিষয় ছিল 'The working life of employees in the context of UK SMEs of Bangladesh Origin'. তার Full Thesis টি Kingston University London ও British Library UK ETHOS এ সংরক্ষিত আছে। তিনি দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে লন্ডনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। বর্তমানে তিনি প্রভাষক হিসেবে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। তার লেখা আর্টিকেল জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য বাংলাদেশে (Dhaka University Journal of Management, Journal of Bangladesh Public Administrative Training Centre, Bangladesh Journal of MIS, University of Dhaka), কানাডা (International Journal of Business and Management) ও ইউরোপে (Review of Applied Socio-Economic Research)। ২০২১ সালে তার একটি ইম্পিরিক্যাল আর্টিকেল UK ABS Ranked Journal (Benchmarking : An International Journal) এ প্রকাশিত হয়েছে। বি. এম. রাজ্জাক এর একটি গ্রন্থ ও ৮টি আর্টিকেলস দেশ ও বিদেশের স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি গ্রিনিচ ইউনিভার্সিটি ইউকে ও কিংস্টন ইউনিভার্সিটি লন্ডনে দুটি আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেন ও দুটি আর্টিকেল উপস্থাপন করেছেন। তিনি Fellow of Higher Education Academy UK ও সদস্য British Academy of Management. তিনি শিক্ষকতার পাশাপাশি শিক্ষা, সাহিত্য ও সামাজিক কার্যক্রমে উপদেশ ও সহযোগিতা করে আসছেন। বর্তমানে তিনি নির্বাহী পরিচালক হিসেবে Bangabandhu International Research Centre UK, সহ-সভাপতি, Graduates Club UK ও সহ-সভাপতি 'গ্রেটার বরিশাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে' দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ২০০৮ সাল থেকে নিজ গ্রামে সাতলা পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তার লেখা দেশাত্মবোধক গান- 'তোমায় নিয়ে সদা বিভোর থাকি', 'লাল শাপলা পরী', 'একটুকরা দেশের মাটি' ও জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা- 'এক আলোকবর্তিকার আগমন' দেশ ও বিদেশের টেলিভিশনে বহুবার প্রচারিত হয়েছে ও প্রশংসা অর্জন করেছে। তিনি শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আজীবন নিজেকে নিবেদিত রাখতে চান।

ড. বি. এম. রাজ্জাক এর বইসমূহ