বদিউজ্জামান, জন্ম ১৯৪০, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পি-এইচ. ডি. ডিগ্রীপ্রাপ্ত। বাংলা একাডেমীর গবেষণা বিভাগের সাবেক পরিচালক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সংস্কৃতি উপদেষ্টা গবেষক ও লেখক। বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর প্রচুর গবেষণামূলক রচনা প্রকাশিত হয়েছে। এছাড়া সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও রাজনীতি বিষয়ে তাঁর আটটি গ্রন্থও প্রকাশিত হয়েছে।