Loading...
সুবল কুমার বণিক
লেখকের জীবনী
সুবল কুমার বণিক (Subal Kumar Bonik)

১৯৫২ সালে টাঙ্গাইল জেলার সে নাগরপুরে জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। শিশুকিশাের মাসিক সাতরং’-এর নির্বাহী সম্পাদক। লেখক হিসেবে অতিপ্ৰজ নন, যা কিছু লেখালেখি, তার প্রায় সবই। শিশুকিশােরদের জন্য প্রকাশিত গল্পের বই সাদামেঘ কালােমেঘ', নিঝুমবনের সাদাহাতি, টিনের সেপাই’, ‘জাদুর তুলি’, ‘চাদের জামা’ । অনূদিত গল্পের বই ‘ভিনদেশী গল্প। সাজেদুর রহমানের সঙ্গে যৌথভাবে অনুবাদ করেছেন ‘মঙ্গোলিয়ার লােকগল্প’ ও ‘সব গল্প আনানসির।

সুবল কুমার বণিক এর বইসমূহ