Loading...
কবি নাজমুন নাহার
লেখকের জীবনী
কবি নাজমুন নাহার (Kobi Nazmun Nahar)

কবি নাজমুন নাহার পিতা-মরহুম আব্দুল মতিন, মাতা- মােছাঃ মঞ্জুন নাহার। জন্ম নারায়ণগঞ্জ সদরে পৈতৃক বাড়িতে। পিতামহের বাসতভিটা চাঁদপুর। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গণে জড়িত ছিলেন। তিনি নিয়মিত আবৃত্তি, বিতর্ক প্রতিযােগিতা ও কবিতা চর্চা করতেন। তার কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। তার উল্লেখযােগ্য যৌথ কাব্যগ্রন্থগুলি হলাে : কাব্যকুঞ্জ, অন্য ভুবন কাব্য আরতি, স্মৃতির কাব্যে তুমি ও স্মৃতির কাব্য তরঙ্গ।। কবি তার কবিতাং প্রেম, বিরহ, দ্রোহের কথা বলেছেন। তিনি প্রাণিবিদ্যায় অনার্স, মাস্টার্স ডিগ্রি ও ব্যাচেলর অব এডুকেশন, ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইন্সটিটিউট থেকে মাস্টার্স অব এডুকেশন ডিগ্রি অজর্ন করেছেন। বর্তমানে নারায়ণগঞ্জ সদর কমর আলী হাইস্কুল এন্ড কলেজে সিনিয়র শিক্ষক (বিজ্ঞান) হিসেবে কর্মরত আছেন।

কবি নাজমুন নাহার এর বইসমূহ