Loading...
আইভী মামুন
লেখকের জীবনী
আইভী মামুন (Ivy Mamun)

অরোধ্য মনের গতিকে রুখতে না পেরে অবিরাম ছুটে চলেছেন প্রকৃতির পানে। পাহাড়, নদী, অরণ্য চষে বেড়িয়েছেন জীবনের বিভিন্ন সময়। স্মৃতিময় অভিজ্ঞতাগুলো মনের আঙিনায় স্তূপ হয়েছিলো। চেতনার বাগানে আবেগের ফুলঝুড়ি হয়ে ঝরতে চাইলো। প্রেরণা আর মমতায় ঘিরে রাখা কাছের মানুষদের অনুপ্রেরণায় তাইতো আইভী মামুনের প্রথম কাব্যগ্রন্থ – “নিস্তব্ধ কোলাহল"। বাবা একজন সরকারি কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন ও মা - শিক্ষক, লেখক হাসিনা ফরহাদ জোছনার অনুপ্রেরণায় প্রথম লিখতে শুরু করেন। নিজের চারপাশে ঘিরে থাকা অজস্র চরিত্রের ও ঘটনার মিশ্রণে ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতার আলোকে মনের ভাষায় রূপ দিলেন। যদি পাঠক হৃদয় স্থান করে নিতে পারে তবেই তাঁর সার্থকতা। শিক্ষকতা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দীর্ঘ বিরতির পর বর্তমানে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। স্বামী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মামুন আর রশিদ একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। যিনি সকল সময় সাহিত্যচর্চায় উৎসাহ দিয়ে আসছেন। দুই কন্যা সন্তান নিয়ে ছোট্ট সাজানো সংসার। সাহিত্যচর্চার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন।

আইভী মামুন এর বইসমূহ