Loading...
ড. কাজী মোজাম্মেল হোসেন
লেখকের জীবনী
ড. কাজী মোজাম্মেল হোসেন (Dr. Kazi Mozammel Hossain)

ড. কাজী মােজাম্মেল হােসেন মূলত একজন চিত্রী ।। লিখছেন সত্তরের দশক থেকে; সংগীত ও চিত্রকলার উপর রচিত বিভিন্ন প্রবন্ধাবলী ইতােমধ্যে সুধীজনের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছে । নব্বইয়ের দশক থেকে তিনি কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের কবিতার বর্ণবৈচিত্র্যের সন্ধানে আত্মনিয়ােগ করে বাংলা সাহিত্যে এক নতুন মাত্রা যােগ করেন। ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২৯ জানুয়ারি বরিশাল শহরে তাঁর। জন্ম । মাতা মমতাজ বেগম এবং পিতা কাজী মােশাররাফ হােসেনের প্রথম সন্তান । বরিশাল শহরে তাঁর শিক্ষাজীবন শুরু। ১৯৬৫ খ্রিষ্টাব্দে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে প্রথম স্থান দখল করে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ১৯৭০ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি, মিউজ. ডিগ্রি, ১৯৭৩ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। আই.ই.আর, থেকে এম.এড, এবং ১৯৭৮ খ্রিষ্টাব্দে একই বিশ্ববিদ্যালয়ের অধীনে এল,এল, বি. ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের কবিতার বর্ণবৈচিত্র্য অভিসন্দর্ভের উপর পি-এইচ. ডি. ডিগ্রি লাভ করেন। চিত্রী হিসাবে তিনি বিভিন্ন চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহণসহ অসংখ্য বইয়ের প্রচ্ছদ ও অঙ্গসজ্জাসহ চিত্রকলা ও সংগীতের শিক্ষকতার দায়িত্ব পালন করেন । চিত্রকলা, সংগীত ও সাহিত্যের উপর রয়েছে তাঁর শতাধিক প্রকাশিত প্রবন্ধ ।