গবেষক ও লেখক ড. মোহাম্মদ আল-মামুন, ঠাকুরগাঁও জেলার রুহিয়া ইউনিয়নে ১৯৮২ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো. আওলাদ হোসেন একজন ব্যবসায়ী এবং মা (মিসেস পারভীন আকতার) একজন গৃহিণী। উনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর (উইথ ডিস্টিংকশন) শেষ করে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রোকেটালাইসিসের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রিসার্চ ফেলো হিসেবে একই ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার ষাটেরও অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রবাস জীবনে এক কন্যা (ডরোথী) ও সহধর্মিণীকে (সাব্রিতা ইসলাম) নিয়েই তার ছোট্ট পরিবার। দীর্ঘকাল বিদেশে অবস্থান করলেও অতীত হয়ে যাওয়া গ্রাম্য জীবনের প্রতি রয়েছে এক বিশেষ টান। স্মৃতি, বিজ্ঞান, মনস্তত্ত্ব এবং কাল্পনিক ঘটনা প্রবাহ নিয়ে বহুমাত্রিক লেখায় উনার বিশেষ আগ্রহ রয়েছে। ইতিমধ্যে তাঁর ‘ডোং ডোং’ ও ‘ফার্মিয়ন’ সিরিজের প্রথম দুটি বই একুশে বইমেলায় প্রকাশিত হয়ছে। এই দুটো সিরিজ লেখনী ছাড়াও ‘ফ্র্যান্সিয়াম’, ‘ইউরেনিয়াম’, ‘হাউ কাউ’ ও ‘টোং টোং’ প্রকাশের ভবিষ্যৎ পরিকল্পনা লেখকের রয়েছে।