Loading...
হ্যানা ক্যাথেরিন ম্যলেন্স
লেখকের জীবনী
হ্যানা ক্যাথেরিন ম্যলেন্স (Hanna Ketherin Melence)

হান্না ক্যাথেরিন ম্যলেন্স ১৮২৬ খ্রিস্টাব্দের । ১ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রেভারেন্ড আলফন্স ফ্রাঁসােয়া লাক্রোয়া (Lacroix)। তিনি ফ্রান্স-সুইজারল্যান্ডের বাসিন্দা এবং নেদারল্যান্ডস মিশনারি সােসাইটির সদস্য ছিলেন। ১৮৪১ খ্রিস্টাব্দে ক্যাথেরিন পিতামাতার সঙ্গে ইংল্যান্ড গমন করেন। ইংল্যান্ডে দেড় বছর অবস্থান করার পর তিনি কলকাতায় ফিরে এসে শিক্ষকতায় আত্মনিয়ােগ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবা ও ধর্মীয় কাজের সঙ্গে। যুক্ত ছিলেন। ১৮৫২ খ্রিস্টাব্দে তাঁর বিখ্যাত উপন্যাস ‘ফুলমণি ও করুণার বিবরণ (Phulmani and Karuna; a book for native Christian Women) প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের এই। আলােচিত লেখিকা ১৮৬১ খ্রিস্টাব্দের ২১! নভেম্বর পরলােকগমন করেন।