Loading...
সাইফুদ্দিন রাজিব
লেখকের জীবনী
সাইফুদ্দিন রাজিব (Saifuddin Rajib)

Saifuddin Rajib আত্মিক খিদের চরম উপলব্দি সাইফুদ্দিন রাজিবের। এই খিদে তাকে তাড়িয়ে বেড়ায় গল্প গাঁথুনিতে, এক ঘেয়ে গল্পের বাইরে মানবতা, সামাজিকতার চিত্র তুলতে ভালবাসেন তিনি। ঘুরতে ঘুরতে তার মনে হয়, যাপিত জীবনের এত এত গল্প শুধু আমার হবে কেন? হৃদয়ের পটে আটকানো গল্পগুলো হয়ে উঠুক সবার। তিনি গল্প বলতে ভালবাসেন, মাটির গল্প, মানব পটের গল্প। গল্প করেন প্রেম, দ্রোহের বাইরেও সমাজের গল্প, সম্প্রীতির গল্প। সাইফুদ্দিন রাজিব মেঘ দেখতে ভালবাসেন, যেন মেঘগুলো মধুমতীর দক্ষিণ দিক দিয়ে উড়ে এসে বাঁশবাড়িয়াতে আছড়ে পড়ে, চারপাশ ধুয়ে পবিত্র করে যায়। টুংগীপাড়ার মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টিভেজা মেঠোপথে হেটে তিনি চিন্তা করেন তিনিও মেঘ হবেন, গল্প করবেন মেঘে মেঘে আর বৃষ্টি ঝরাবেন, ধুয়ে যাবেন ও ধুয়ে দেবেন চারপাশ। শুভ্র পবিত্রতার গল্পে মানুষের কথা বলতে গিয়ে ঘুরেছেন দেশে দেশে। আলাদা মানুষ, সংস্কৃতি ও পরিবেশের সাথে। তিনি সুনীলের একনিষ্ঠ ভক্ত। যেন তার হৃদয়ের অনেকটা জুড়ে এই কথা সাহিত্যিক বাস করেন। ভালবাসেন সৈয়দ সামসুল হকের কবিতা। বিশ্ব নাগরিক হিসাবে তিনি স্বপ্ন দেখেন সম্প্রীতির চেতনার কাঁটাতার পেরিয়ে বাংলা সাহিত্য ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে। সাইফুদ্দিন রাজিবের প্রথম গল্পগ্রন্থ 'মধ্যরাতের ক্যাফেইন' প্রকাশ পায় বইমেলা ২০১৭ তে। প্রথম উপন্যাস 'নিঃশব্দ'।

সাইফুদ্দিন রাজিব এর বইসমূহ