Loading...
ড. বেলাল হোসেন
লেখকের জীবনী
ড. বেলাল হোসেন (Dr. Belal Hosen)

ড. বেলাল হােসেন। জন্ম ১৯৬৮ খ্রিষ্টাব্দে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চরপাড়া (মথুরাপাড়া) গ্রামে। পিতা: মাে: জসিম উদ্দিন প্রাং, মাতা: শরিফুন নেছা। পিতা-মাতার নবম সন্তানের মধ্যে কনিষ্ঠতম। শৈশব-কৈশােরের পড়ালেখা: চরপাড়া-উত্তর শােনপচা সরকারি প্রাথমিক বিদালয়, মথুরা বি কে উচ্চ বিদ্যালয়, নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ২০০৫ খ্রিষ্টাব্দে পিএইচডি ডিগ্রি লাভ করেন। জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকায় প্রকাশিত গবেষণা প্রবন্ধ-নিবন্ধের সংখ্যা প্রায় শতাধিক। প্রকাশিত গ্রন্থ-লােকসাহিত্যের কাঠামােগত স্বাতন্ত্র পূর্ববগুড়া (২০০৮) বাংলা একাডেমি, ঢাকা; বাংলা একাডেমি বাংলাদেশের লােকজসংস্কৃতি গ্রন্থমালা-বগুড়া (২০১৪) প্রেধান সমন্বয়কারী]। বাংলা সাহিত্যের ইতিহাস-প্রাচীনযুগ (২০০৫) সম্পাদনা; চর্যাপদ সমীক্ষা (২০০৫) সম্পাদনা; সরকারি আজিজুল হক কলেজ স্মারকগ্রন্থ (২০১১) যৌথ সম্পাদনা । প্রকাশিতব্য বাংলাদেশ জেলা গেজেটিয়ার বগুড়ার প্রধান সমন্বয়কারী ও একাধিক অধ্যায় রচয়িতা। সম্পাদনা করেছেন একাধিক পত্র-পত্রিকা। দম মাদার’ নামে একটি ফোকলাের ফিল্ডওয়ার্ক ডকুমেন্টারি ফিল্ম প্রযােজনা ও পরিচালনা করেছেন। তিনি বিসিএস সাধারণ ক্যাডারের একজন সদস্য। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁয় ইতােপূর্বে কর্মরত ছিলেন। বর্তমানে বগুড়া সরকারি মুজিবুর রহমান। মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। সদস্য-বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি, বাংলা একাডেমি, পশ্চিমবঙ্গ ইতিহাস পরিষদ।