Loading...
সুনির্মল বসু
লেখকের জীবনী
সুনির্মল বসু (Sunirmol Bosu)

Sunirmol Bosu (১৯০২-১৯৫৭) বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া কবিতা, গল্প, উপন্যাস ,নাটক ইত্যাদি লিখেছেন। ছবি আঁকাতেও তিনি ছিলেন সমান দক্ষ। তার লেখা বই গুলিহলো - ছানাবড়া, ছন্দের টুংটাং, বীর শিকারি, বেড়ে মজা, হইচই, কথাশেখা ইত্যাদি। তিনি ১৯৫৬ সালে 'ভুবনেশ্বরী পদক' পেয়েছিলেন।