Loading...
জে.এম. কোয়েটজি
লেখকের জীবনী
জে.এম. কোয়েটজি (J.M. Koyetaji)

জে. এম. কোয়েটজি ১৯৪০ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জন্মগ্রহণ করেন। একজন কম্পিউটার বিজ্ঞানী এবং ভাষাবিদ হিসাবে দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে শিক্ষা লাভ করেন। ডাস্কল্যাণ্ড’ উপন্যাস হিসাবে তার প্রথম কাজ। এর পরপরই লেখেন 'ইন দ্য হার্ট অফ দ্য কান্ট্রি'; বইটা সাউথ আফ্রিকা লিটারারি পুরস্কার এবং সি এন এ পুরস্কার অর্জন করে। ওয়েটিং ফর দ্য বারবারিয়ানস’ অর্জন করে সি এন এ পুরস্কার, জিওফ্রে ফেবার মেমােরিয়াল পুরস্কার এবং জেমস টেইট ব্লেক মেমােরিয়াল পুরস্কার। লাইফ এণ্ড টাইমস অব মাইকেল কে’ বুকার পুরস্কার এবং প্রিন্তু এট্রাঞ্জার ফেমিনা পুরস্কার অর্জন করে। ফো’, ‘এজ অব আয়রন,'; 'দ্য মাস্টার্স অব পিটার্সবার্গ,' অর্জন করে আইরিশ টাইমস ইন্টারন্যাশনাল ফিকশন পুরস্কার; “ডিসগ্রেস অর্জন করে বুকার পুরস্কার এবং এলিজাবেথ কসটেল্লো। জে. এম. কোয়েটজি ১৯৮৭ সালে জেরুজালেম পুরস্কার এবং উপন্যাসের জন্য ১৯৯৮ সালে ল্যালন লিটারারী অ্যাওয়ার্ড অর্জন করেন। অনুবাদসহ তার অন্যান্য কাজগুলাে হলাে ভাষাতাত্ত্বিক অধ্যায়ন; সাহিত্য সমালােচনা সেই সঙ্গে স্ট্রেঞ্জার সােরস; এবং দুইখন্ড স্মৃতিকথা: বয়হুড : সিনস ফ্রম প্রভিন্সিয়াল লাইফ। ২০০৩ সালে তিনি নােবেল পুরস্কারে ভূষিত হন।

জে.এম. কোয়েটজি এর বইসমূহ