Loading...
রানী হামিদ
লেখকের জীবনী
রানী হামিদ (Rani Hamid)

জাতীয় ও বৃটিশ মহিলা দাবা চ্যাম্পিয়ন রাণী হামিদের নাম বাংলাদেশের ক্রীড়াঙ্গণে অত্যন্ত সুপরিচিত। কমনওয়েলথ ও এশিয়ার ক্রীড়াঙ্গণে রাণী হামিদ একজন শীর্ষস্থানীয় দাবা খেলােয়াড়। তিনি ৮ বার জাতীয় মহিলা চ্যাম্পিয়ন ও তিনবার বৃটিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ১৯৭৭ সাল থেকে রাণী হামিদ বহু জাতীয় ও আন্তর্জাতিক টুর্ণামেন্ট এবং দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেছেন। ১৯৪৪ সালে সিলেট জেলার একজন সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে রাণী হামিদ জন্মগ্রহন করেন। পিতা মহুরম সৈয়দ মমতাজ আলীর কাছেই তাঁর দাবায় হা-ে তখড়ি। ১৯৫৯ সালে তিনি সেনাবাহিনীর তৎকালীন বিশিষ্ট ক্রীড়াবিদ ক্যাপ্টেন হামিদের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। রাণী হামিদ একজন গ্র্যাজুয়েট। স্কুল জীবনে তিনি নামকরা এ্যাথলেট ও ব্যাডমিন্টন খেলােয়াড় ছিলেন।