যখন বয়স সতেরও না আর্তুর রাবাে (১৮৫৪১৮৯১) প্যারিসের সাহিত্যিক সমাজকে উত্তেজিত করে তুলেন তার যতসব ফ্যাসাদ উদ্রেককারী কবিতা দিয়ে। তিনিই পরবর্তীতে বিশশতকে এসে পাবলাে পিকাসাে থেকে শুরু করে জিম মরিশনের মতাে অনেকেরই গুরু পীরে পরিণত হন। “আ সিজন ইন। হেল’ ‘দ্য ড্রাঙ্কেনবােট এবং গদ্য কবিতা ইলিউমিনেশন্স’ এর মতাে কাজ দিয়ে নতুন যুগের আরম্ভ করেন যা প্রচলিত আর্ট ফর্মের জগতকে পুরােপুরি পাল্টে দেয়। যদিও এই কবি মাত্র একুশ বছর বয়সে এসে কবিতা লেখা পরিত্যাগ করেন। তারপর অতিসামান্য জীবিতকালের বাকি সময়টুকু তিনি আরব এবং আফ্রিকাতে ঔপনিবেশিক ফড়িয়া হিসেবে কাটান। -ওয়েন্ডি স্মিথ