Loading...
জয়শ্রী সরকার
লেখকের জীবনী
জয়শ্রী সরকার (Joyshree Sorkar)

Joyshri Sarker- জন্ম ১৯৮৪ সালের ২৫শে জুন, নেত্রকোনায়। মা শংকরী ঘোষ ও বাবা ননীগোপাল সরকার। পাঁচ ভাই-বোনের মধ্যে মেজ। সমাজকল্যাণে অনার্স, মাস্টার্স। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যয়নরত। ছোটবেলা থেকে উদীচী শিল্পীগোষ্ঠীর সাথে জড়িত। নেত্রকোনা জেলা উদীচীর নাটক বিভাগ, আবৃত্তি-নৃত্য-প্রশিক্ষণ বিভাগের সম্পাদক, সহসাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কেন্দ্রীয় উদীচীর একজন কর্মী। এছাড়াও বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমীর একজন আবৃত্তিশিল্পী। প্রকাশিত বই: শূন্যতা, অমর একুশে গ্রন্থমেলা ২০০৬, বইপত্র গ্রুপ অব পাবলিকেশন্স। প্রান্তবাসী হরিজনদের কথা, জুন, ২০১২, অ্যাডর্ন পাবলিকেশন।

জয়শ্রী সরকার এর বইসমূহ