জন্ম : ১০ মে, ১৯৫৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন রসায়ন বিভাগে। সেটা ১৯৭৪। তাঁর আগপর্যন্ত ঢাকা শহর দেখা হয়নি। কুমিল্লায় স্কুল আর কলেজ। বাবা সংগীতজ্ঞ অসীত চৌধুরী । মা তৃপ্তিকণা। সংসার আর দশ সন্তান নিয়ে হিমশিম খাওয়া দিনাতিপাত। বিশ্ববিদ্যালয়ে অমনােযােগী ছাত্র বিজ্ঞাপন সংস্থার কপি রাইটারের কাজ দিয়ে কর্মজীবন শুরু ।। দৈনিক পত্রিকায় প্রুফ রিডার । সাংবাদিকতা । মূলধারা ছবির সহকারী পরিচালনা। গ্রন্থকার । টিভি চ্যানেলে চাকরি । সেই সূত্রে নাট্যনির্মাতা। সব শেষে দুটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনা । লেখকের পর্যন্ত তিনটি প্রবন্ধের বই, দুটি গল্পগ্রন্থ আর সাতটি উপন্যাস বেরিয়েছে।