Loading...
গোলাম সারওয়ার
লেখকের জীবনী
গোলাম সারওয়ার (Golam Saroware)

গােলাম সারওয়ার : জন্ম ১ এপ্রিল ১৯৪৩ বরিশালের বানারীপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে। লেখাপড়া : বানারীপাড়া হাইস্কুল, চাখার ফজলুল হক কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। ষাটের দশকের জনপ্রিয় ছড়াকার। আশির দশকে বাংলাদেশ শিশু একাডেমী থেকে ছড়ার বই ‘রঙিন বেলুন’ প্রকাশ। বিশ্ববিদ্যালয়ে পড়াশােনার সময় ষাটের দশকে সাংবাদিকতা শুরু। কিছুদিন দৈনিক পয়গাম, অতঃপর '৭১-এর রক্তস্নাত ২৫ মার্চের রাত পর্যন্ত সংবাদ, স্বাধীনতার পর ইত্তেফাকে। নিজ এলাকায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। মুক্তিযুদ্ধের পর কয়েক মাসের জন্য বানারীপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন। '৭২ সালেই পুরনাে পেশায় প্রত্যাবর্তন। শিফট ইনচার্জ (বার্তা), প্রধান সহ-সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদক হিসেবে ২৭ বছর ইত্তেফাকে। ১৯৯৯-এর শেষ দিকে সম্পাদকের দায়িত্ব নিয়ে নতুন প্রজন্মের সাহসী সংবাদপত্র যুগান্তর প্রকাশ। এখন ‘সমকাল সম্পাদক। শখ : বইপড়া, রাত জেগে টিভি দেখা, গান শােনা। প্রিয় স্থান : বানারীপাড়া।

গোলাম সারওয়ার এর বইসমূহ