Loading...
গোলাম আহমেদ তুহিন
লেখকের জীবনী
গোলাম আহমেদ তুহিন (Golam Ahmed Tuhin)

লেখক পরিচিতি গােলাম আহমেদ তুহিন ১৯৯৬ সালে বাংলাদেশ প্রকৌশল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশে বেক্সিমকো গ্রুপে প্রায় ২ বছর চাকুরির পর ১৯৯৯ সালে জানুয়ারি মাসে তিনি উচ্চ শিক্ষার্থে আমেরিকা গমন করেন এবং ২০০২ সালে আমেরিকার ইউনিভার্সিটি অব ডেট্রয়েট মার্সি’ থেকে কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ছাত্র থাকা অবস্থায় ২০০০ সাল থেকেই তিনি আমেরিকার দ্বিতীয় বৃহত্তম গাড়ী তৈরির Galatas (Ford Motor Company) বিভিন্ন প্রােজেক্টে কন্ট্রাক্ট কন্সাল্ট্যান্ট হিসাবে কাজ শুরু করেন। একইসাথে ফোর্ড মােটর কোম্পানির যেসব employee স্নাতকপূর্ব পর্যায়ের ছাত্র ছিলেন তাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি একজন উধ্বর্তন প্রকৌশলী এবং ২০০৫ সাল থেকে আমেরিকায় হােন্ডা মােটর কোম্পানিতে রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টারে কর্মরত। গােলাম আহমেদ তুহিন আমেরিকান সােসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের (ASME) সদস্য। বর্তমানে তিনি স্ত্রী শামীমা আহমেদ মুনমুন, এক মেয়ে তাকিয়াহ আহমেদ ও এক ছেলে রাইয়ান আহমেদ সহ আমেরিকার ওহাইও স্টেটে বসবাস করছেন। চাকুরী এবং পারিবারিক জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ে লেখালেখি, ভ্রমণ ও বাগানের কাজে ব্যস্ত থাকেন। ইতিপূর্বে তার বেশকিছু লেখা বিভিন্ন দৈনিক এবং অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।

গোলাম আহমেদ তুহিন এর বইসমূহ