Loading...
খুরশীদ আলম
লেখকের জীবনী
খুরশীদ আলম (Khurshid Alam)

মানবমনের সুকুমার বৃত্তি কোনো আকস্মিক বিষয় নয়, ওটা সহজাত প্রবৃত্তি, প্রাণভান্ডারের বিচিত্র ও বিপুল ঐশ্বর্যের সম্মিলনে ওই প্রবৃত্তির জন্য। উপলব্ধির অভাবে সব মানুষ তার রূপ বা অবয়বের পুষ্টিসাধন করতে পারে না, কেউ কেউ পারে। যাপিত জীবনের দৈনন্দিন কর্মে বাইরের দিক থেকে যতই কর্মব্যস্ত হোক না কেন তারা একটা সময়ে নিজেদের বিযুক্ত করে অন্তর্গত ভাবের অনুরাগী হয়ে ওঠে। মো. খুরশীদ আলম সেই ঘরানারই একজন মানুষ। লক্ষ্মীর ভান্ডার আগলে রাখার অভ্যস্ত জীবনের বাইরে নিজেকে কাব্যজগতে সমর্পণ করে চিত্ত প্রসন্ন করার আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয়েছেন। তার এই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ একটি কাব্যগ্রন্থ এটি তার প্রথম কাব্যগ্রন্থ অর্থাৎ সাহিত্যজগতে অভিষেক করাতে যাচ্ছেন নিজেকে। মো. খুরশীদ আলম একজন দক্ষ কেন্দ্রীয় ব্যাংকার। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা শেষ করে কর্মজীবনে বেছে নেন কেন্দ্রীয় ব্যাংকিং পেশা। ১৯৮৮ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এখন তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।