মোহাম্মদ তন্ময় সাত্ত্বিক মোহাম্মদ তন্ময় সাত্ত্বিক ১৯৯১ সালের ৬ নভেম্বর ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার লেখালেখির সূচনা হয় ১৯৯৯ সালে, যখন তিনি তৃতীয় শ্রেণির ছাত্র। কিন্তু পরিবারে লেখালেখি ছিল তার জন্য নিষিদ্ধ কর্ম। তিনি লুকিয়ে লিখতেন। ২০০৮ সালের ১ নভেম্বর পরিবারের তীব্র আপত্তি সত্ত্বেও তিনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন ইঞ্জিনিয়ারিং মেকানিক হিসেবে। তখন তিনি কেবল উচ্চমাধ্যমিকে পড়ছেন। উদ্দেশ্য জরাজীর্ণ পরিবারের হাল ধরা, আর নিজের লেখালেখির পথটাও সুগম করা। বাস্তবে তিনি পরিবারকে টেনে তুলতে পারলেও, নিজেকে যেনো আরো গভীর গিরিখাদে ফেলে দেন। ডিফেন্সের কঠিন জীবনে তার লেখাপড়া ও লেখালেখি হয়ে পড়ে আরো কঠিন। তবে তিনি নিজেকে পরাজিত হতে দেননি। শত প্রতিকুলতার মাঝেও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পূর্ণ করেছেন। স্বপ্নবাজ মানুষটির কল্পনার জগৎ যথেষ্ঠ শক্তিশালী। বাস্তব জীবনের হাসি-কান্না, রোমাঞ্চ বা ট্রাজেডিগুলোকে কল্পনার রঙে রাঙিয়ে আকাঙ্ক্ষায় পরিপূর্ণ গল্প বানাতে তিনি বেশ পটু। পাবনী (২০১২), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (২০১৫), এবং রাঙা রাখির ডোর (২০১৬)- এ পর্যন্ত তার প্রকাশিত ৩টি উপন্যাস। দর্শকপ্রিয় নাটক “অবুঝ দিনের গল্প” (২০১৯)-এর রচিয়তা তিনি। "নিশীথ শ্রাবণধারা" তার প্রথম গল্পগ্রন্থ। এছাড়া "বেরসিক জীবন" নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে।