রুশদিনা খান রুশদিনা খান বাংলাদেশের কর্পোরেট সেক্টরে একটি অত্যন্ত জনপ্রিয় নাম। ১৭ বছর বিভিন্ন বহুজাতিক প্রতিষঠানে মানব সম্পদ ও ট্রেনিং বিভাগে ফুল টাইম চাকরির সাথে সাথে গত ১২ বছর যাবত উনি ফ্রি-লান্স ট্রেনার হিসেবে কাজ করে এসেছেন এবং বর্তমানে গ্রথাহলিক্স-এর প্রতিশ্ট্হাতা ও CEO. ট্রেনিং-এ তার expertise মূলত ইমোশনাল ইনটেলিজেন্স এবং কমিউনিকেশন স্কিল্স নিয়ে। উনি ইমোশনাল ইনটেলিজেন্স-এর উপর আন্তর্জাতিকভাবে ট্রেনিং-সনদ প্রাপ্ত হয়ে বাংলাদেশে ইমোশনাল ইনটেলিজেন্স নিয়ে প্রচুর ট্রেনিং করিয়ে যাচ্ছেন। এই বিষয়টিকে মানুষের মাঝে জনপ্রিয় ও প্রচলিত করার উদ্দ্যেশ্যে উনি "Emotional Intelligence-খুলে দেয় সম্ভাবনার দ্বার" নামের একটি দারুন বই লিখেছেন, যেটি বাংলায় লেখা এই বিষয়ের ওপর প্রথম বই।