কামিলাে হােসে সেলা, নােবেল বিজয়ী স্প্যানিশ লেখক, জন্ম ১১ মে ১৯১৬, লা কোরুণা প্রদেশের প্যাড্রন জেলার ইরিয়া ফ্ল্যাভিয়া নামক স্থানে। মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। স্পেনের গৃহযুদ্ধের সময় তিনি জেনারেল ফ্রাঙ্কোর বাহিনীতে যােগ দেন। ১৯৪২ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘পাঙ্কুয়াল দুয়ার্তের পরিবার’ অতিরিক্ত ভায়ােলেন্সের দায়ে দীর্ঘদিন নিষিদ্ধ ছিল। প্রকাশ হওয়ার পরবর্তি দশ বছর উপন্যাসটি স্পেনীয় সমাজে অদ্ভুত প্রভাব বিস্তার করে রাখে। সেলার উপন্যাসে খুঁজে পাওয়া যায় অপরিমেয় অস্তিত্ববাদ, কঠিন বাস্তবতা, সুক্ষ্ম রসবােধ এবং উপন্যাসের সময়কাল নিয়ে নিরন্তর পরীক্ষণ। লেখকের নৈরাশ্যবাদী জগতে চরিত্রগুলাের জীবন আর লাগামহীন আবেগ মিলেমিশে একাকার হয়ে যায়। প্রতিটি চরিত্র এবং দৃশ্য ফুটিয়ে তােলার জন্য তিনি দীর্ঘ বর্ণনার আশ্রয় নেন। দীর্ঘ জীবনে কামিলাে হােসে সেলা একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালক এবং সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। লিখেছেন একাধিক উপন্যাস, ছােটগল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ। ১৯৮৯ সালে তিনি সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন। কামিলাে হােসে সেলা ২০০২ সালের ১৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন।