কুমকুম খাতুন কুমকুম খাতুন পিতা : বকু প্রধান, মাতা : শাহানুরী বেগম। জন্ম : ৫ ফেব্রুয়ারি ১৯৯৯ স্থায়ী ঠিকানা- গ্রাম : রায়তী নড়াইল উপজেলা : পলাশবাড়ী, জেলা : গাইবান্ধা। শিক্ষা : ঢােলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি পাস করেন। ২০১৯ সালে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেন। বর্তমানে তিনি বিএসসি ইন সিএসই ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত। দুই ভাই এক বােনের মধ্যে তিনি সবার ছােট, ছােটবেলা থেকেই তিনি একটু ব্যতিক্রমী, ডানপিটে। তার লেখনীর ভাষা সহজসরল, প্রাঞ্জল ও ছন্দ সুললিত। মানব জীবনের দুঃখ, দুর্দশা, আকাঙ্ক্ষা, বেদনা, প্রকৃতির রূপ, জীবনবােধ ও প্রেম তার লেখনীতে ফুটে উঠেছে। হৃদয়ের ছোঁয়া’, ‘রক্তরাঙা সূর্যোদয়’, ‘সব তােমারি জন্য তার প্রকাশিত কাব্যগ্রন্থ। স্বপ্নকানন তার প্রথম উপন্যাস। এছাড়াও তার চারটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি একজন প্রতিশ্রুতিশীল লেখিকা। বিভিন্ন দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে তিনি নিয়মিত লেখেন। বর্তমান সময়ের দেশ ও দেশের বাইরের একজন কম বয়সী জনপ্রিয় লেখিকা কুমকুম খাতুন। ইতােমধ্যেই তার লেখা হৃদয়ের ছোঁয়া’ ও ‘সব তােমারি জন্য' কাব্যগ্রন্থ ব্যাপক সাড়া ফেলেছে। লেখালেখির স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অসংখ্য সন্মাননা ও পদক। তিনি একাধারে কবি, লেখিকা, কণ্ঠশিল্পী, অভিনেত্রী, গ্রাফিক্স ডিজাইনার ও কম্পিউটার ইঞ্জিনিয়ার।।