Loading...
ড. মাহদী রহমান চৌধুরী
লেখকের জীবনী
ড. মাহদী রহমান চৌধুরী (Dr. Mahdy Rahman Chowdhury)

ড. মাহ্দী রহমান চৌধুরী বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার প্রকৌশল বিভাগে এসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। ড. মাহ্দী ১৯৮৭ সালের ১২ই অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সনে এস এস সি এবং ২০০৫ সনে এইচ এস সি পাবনা ক্যাডেট কলেজ থেকে সম্পন্ন করেন। তিনি ২০০৫ সালের বুয়েট ভর্তি পরিক্ষায় ১৩তম স্থান অর্জন করেন এবং পরবর্তীতে বুয়েট থেকে ২০১১ সালের ফেব্রুয়ারী মাসে ইলেক্ট্রিক্যাল এঞ্জিনিয়ারিং এ BSC সম্পন্ন করেন। তিনি পিএইচডি করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে, ইলেকট্রিক্যাল ও কম্পিউটার প্রকৌশল বিষয়ে। তিনি ২০১৭ সালে, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে তাঁর পিএইচডি থিসিস জমা দেওয়ার পর পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এসিসটেন্ট প্রফেসর হিসেবে যোগদান করেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তিনি একটি বিশাল গবেষণা দল (NSU Optics Lab) প্রতিষ্ঠিত করেছেন। এখন পর্যন্ত তিনি ৩১ টি আন্তর্জাতিক জার্নাল প্রকাশ করেছেন, যার মধ্যে পাঁচটি নেচার পাবলিশিং গ্রুপে প্রকাশিত। ২০১৮ – ২০২০ সালে তাঁর গবেষণায় অবদানের কারনে সম্প্রতি উনাকে ২০২১ সালের সেরা গবেষক পুরস্কার দেওয়া হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও ২০১৮ সালে তিনি World Academy of Science থেকে একটি আন্তর্জাতিক গবেষণা অনুদান পেয়েছেন।