Loading...
কামরুন জিনিয়া
লেখকের জীবনী
কামরুন জিনিয়া (Quamrun Zinia)

কবিতা ও ছােটগল্প লেখেন। লেখার চেয়ে পড়তে ভালােবাসেন বেশী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেছেন ১৯৯৬ সালে। জাতীয় শিক্ষা সপ্তাহ-৮৯'তে জাতীয় পর্যায়ে প্রথম হয়ে আবৃত্তিতে স্বর্ণপদক পান। লুইজিয়ানা অঙ্গরাজ্যের সাদার্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে লােক প্রশাসনে মাস্টার্স করেন, বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে Public Policy & Urban Affaris-এ পি.এইচ.ডি করছেন। লুইজিয়ানা থেকে প্রকাশিত ‘আকাশলীনা’--ডায়াসপােরা বাংলা সাহিত্য সংকলনের সম্পাদক এবং লুইজিয়ানা অঙ্গরাজ্যের একমাত্র বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “Akashleena Literary & Cultural Organization, (ALCO)”-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। লুইজিয়ানা, আমেরিকা প্রবাসী।

কামরুন জিনিয়া এর বইসমূহ