Loading...
কাব্য কামরুল
লেখকের জীবনী
কাব্য কামরুল (Kabbo Kamrul)

কাব্য কামরুল-এর জন্ম এবং বেড়ে ওঠা খুলনা ও মংলায়। পড়াশােনা করেছেন মংলা, খুলনা ও ঢাকায়। ছােটবেলা থেকেই শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার বড় পরিচয় তিনি একজন পুথিশিল্পী। সমসাময়িক বিষয়কে উপজীব্য করেই তার পুথিকবিতা। নিজেই লেখেন নিজেই তা পাঠ করেন অপূর্ব ভঙ্গিমায়। চিরাচরিত গ্রামীণ বাংলার সুর আর সমকালীন ঘটনার মেলবন্ধনে তার পুথি যেন হাজারাে মানুষের কণ্ঠস্বর । লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে অ্যালবাম কাব্য কামরুল-এর পুথি (২০১০)। বাংলা সাহিত্যের বিশিষ্ট ইতালীয় অনুবাদক বর্তমানে বাংলাদেশের সম্মানিত নাগরিক ফাদার মারিনাে রিগনের জীবন ও কর্ম নিয়ে গবেষণা করছেন। মাওলা ব্রাদার্স থেকে ফাদার রিগনকে নিয়ে সম্পাদিত তার গ্রন্থের নাম ফাদার রিগন : নিভৃত কোলাহল (২০০৬)। পেশাগতভাবে তিনি মিডিয়াসংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত। যুক্ত ছিলেন নন্দিত একাধিক নাটক, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও টকশাে নির্মাণ কাজে। ভ্রমণ করেছেন ভারত, ইতালি ও ফ্রান্স।