১৯৭৫ সালের জুলাই মাসে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার চিকদাইর গ্রামে শিক্ষক পিতা সন্তোষ কুমার চৌধুরী ও শিক্ষয়িত্রী মা কল্পনা পালিতের ঘরে জন্ম। লেখালেখি ছোটবেলা থেকেই টুকটাক। তবে প্রথম প্রকাশ কয়েকটি অনুবাদ গল্প। ২০১২ সালে ইত্তেফাকের সাপ্তাহিক সাহিত্য পাতায় প্রথম কিছু লাতিন গল্পের অনুবাদ ছাপা হয়। ওই বছরেই ইত্তেফাকের ঈদ সংখ্যায় তিনটি লাতিন আমেরিকান অনুবাদ গল্প প্রকাশিত হয়। এরপর লেখালেখিটা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক হয়ে পড়ে চাকরি ও পড়াশোনাসংক্রান্ত বিষয়ে ব্যস্ত হয়ে পড়ায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান এবং পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে পুনরায় স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ। বর্তমানে ঢাকার একটি সরকারি কলেজে ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক পদে কর্মরত। সহধর্মী মৃণাল কান্তি দাস (বিপ্লব মৃণাল) একজন চিত্রশিল্পী। এক কন্যা ও এক পুত্র। প্রথম বই ‘ধ্রুপদ দ্রৌপদী’ প্রকাশিত হয়েছে ২০১৮ সালে।