Loading...
অনু ইসলাম
লেখকের জীবনী
অনু ইসলাম (Anu Islam)

অনু ইসলাম ১৯৭১ সালের ২৭ মার্চ রেডিও পাকিস্তান, রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠান প্রযােজকের দায়িত্ব পালনরত অবস্থায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যােগদানের উদ্দেশ্যে চাকরি ত্যাগ করেন। তিনি দীর্ঘপথ হেটে ২৭ এপ্রিল ভারতে প্রবেশ এবং ২ মে মুজিবনগর সরকারে যােগদান। করেন। প্রবাসী সরকারের একেবারে প্রথম দিকের কর্মকর্তা অপর তিনি কলকাতায়। সাপ্তাহিক জয়বাং স্বাধীন বাংলা বেতারে সরকার ও আওয়াম লীগের কার্যক্রমে জড়িত ছিলেন। ১৯৪৫ সালে ২৩ এপ্রিল টাঙ্গাইল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম এম আহসান আলী ১৯০০ সালে ক্যালকাটা ইউনিভার্সিটির গ্রাজুয়েট ।। তিনি শিশুকালে ফিরােজা বেগমকে হারান। শিক্ষাজীবন শুরু কুমিল্লায়। তারপর যথাক্রমে ঢাকার সিদ্ধেশ্বরী ও সিরাজগঞ্জের শাহজাদপুর স্কুল এবং নেত্রকোনা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। ইত্তেফাকের মফস্বল সংবাদদাতা হিসেবে কাজ শুরু করে ১৯৭০ সালে দৈনিক পয়গামের সহ-সম্পাদকের চাকরি পরিত্যাগ করে সরকারি চাকরিতে প্রবেশ করেন। মুক্তিযুদ্ধ অনু ইসলামের গৌরবময় ও ঐতিহাসিক জীবনের এক স্বর্ণালি অধ্যায় ।