Loading...
এনামুল হক এনাম
লেখকের জীবনী
এনামুল হক এনাম (Anamul Hoque Anam)

এনামুল হক এনাম, অনলাইন লেখালেখির নানা মাধ্যমে একটি পরিচিত নাম। প্রথম আলাে বাংলা ব্লগের তুমুল জুনপ্রিয় লেখক। পেশায় চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক পড়য়া পরিবারে জন্ম, ছােটবেলা থেকেই হয়েছে পাঠাভ্যাস। লেখালিখির শুরু ক্লাস সিক্স থেকে রম্য রচনা দিয়ে। অনুপ্রেরণায় সবসময় স্মরণ করেন বড় ভাই কবি মুকুল ইকবালকে। এ পর্যন্ত প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ “দেবী ও অন্যান্য” এবং “তিন কণ্ঠ”।। চার ভাইয়ের মধ্যে কনিষ্ঠ। এক সন্তানের জনক, স্ত্রী ও শিক্ষিকা। বর্তমানে মা-বাবার সাথে সিলেটে স্থায়ীভাবে বসবাস করছেন। দীর্ঘদিনের শখ বর্ষায় কোন এক তুমুল বৃষ্টির রাতে নৌকার ভেতর বসে লণ্ঠন জ্বালিয়ে কবিতা পড়া। বর্ষা আসে বর্ষা চলে যায়, শখ আর পূরণ করা হয় না। কিছু শখ নাকি জিইয়ে রাখতে ভাল লাগে।

এনামুল হক এনাম এর বইসমূহ