“সাফল্যের অর্থ ব্যর্থতার অনুপস্থিতি নয়; এর অর্থ চূড়ান্ত লক্ষ্যের সিদ্ধি। এর অর্থ যুদ্ধে জয়লাভ, প্রত্যেকটি লড়াইয়ে নয়।”
ঊফরিহ ঈ. ইষরংং
আপনার অনেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে যারা আক্ষরিক অর্থে সারা জীবন ধরে পথভ্রষ্ট হয়েছে বা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়েছে। তারা স্বাভাবিকভাবে তাদের ভাগ্যে যা আছে তাই-ই মেনে নিয়েছে। এদের মধ্যে কয়েকজন আকস্মিকভাবে সাফল্যম-িত হলেও বেশিরভাগ সারাজীবন ধরে হতাশায় ভুগেছে ও অসুখী থেকে গেছে।
এই বই তাদের জন্য। যাদের আছে একান্তভাবে নিজেদের নিয়োজিত করার দৃঢ় সংকল্প বা কর্মপ্রচেষ্টা যা অভীষ্ট লাভের জন্য অবশ্যই প্রয়োজনীয়।
এই বই অবশ্যই আপনার জন্য; এই গ্রন্থ আপনাকে বর্তমান অবস্থার চেয়ে আরো এক সমৃদ্ধশীল ও পরিপূর্ণ জীবন যাপনের সন্ধান দেবে।
কী ধরনের বই এটি?
এক অর্থে, এটি একটি লিখিত গঠনকৌশল; এটি সেই সমস্ত যন্ত্রের বর্ণনা দেয় যা সাফল্যলাভের জন্য প্রয়োজন এবং প্রদর্শন করে এমন প্রতিলিপির যা আপনার জীবনকে সাফল্যম-িত করে তুলতে সাহায্য করে।
দ্বিতীয় অর্থে এটিকে একটি রন্ধন প্রণালির বই বলা যায়। এর বিভিন্ন উপাদান ও নিয়মের তালিকার অনুসরণ নিশ্চিত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় এবং কতটা পরিমাণে বিভিন্ন উপাদান মেশালে অভীষ্টলাভের সঠিক অনুপাত পাওয়া যাবেÑসেই সম্পর্কেও নির্দেশনা দেয়।
কিন্তু সবার ওপরে এটি একটি পথপঞ্জি যা পর্যায়ক্রমে আমাদের লক্ষ্যকে বাস্তবায়িত ও সাফল্যম-িত করে।
কেমন করে বইটি পড়তে হবে (ঐড়ি ড় ৎবধফ যরং নড়ড়শ) এই গ্রন্থ আপনাকে নতুন লক্ষ্য নির্ণয়ে সাহায্য করবে, নতুন চিন্তার উদ্দেশ্যে উন্নীত করবে এবং নিজের সম্পর্কে ও নিজের ভবিষ্যৎ সম্পর্কে নতুন ধ্যান-ধারণার সৃষ্টি করবে। গ্রন্থটির শিরোনামের মতোই এটি আপনার সমস্ত জীবনের সাফল্যকে নিশ্চিত করতে সক্ষম হবে।
কিন্তু বইটির বিষয়বস্তু একবার ভাসাভাসা ভাবে চোখ বুলিয়ে নিলেই কিংবা একবারেই সমস্তটা গলাধঃকরণ করা ঠিক হবে না। একটি করে অধ্যায় একবারে ধীরে ধীরে ও মনোযোগ সহকারে পড়া উচিত। পরবর্তী অধ্যায়ে তখনই যাওয়া উচিত যখন পূর্ব অধ্যায়ের সমস্তকিছু নিশ্চিতভাবে বোধগম্য হয়ে যায়।
বইটিকে একটি অনুশীলন বই হিসেবে ব্যবহার করুন। বইটি পড়ার সময় যে শব্দ, বাক্য কিংবা অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ বা নিজের ক্ষেত্রে প্রয়োগযোগ্য বলে মনে হবে সেটিকে একটি হাইলাইটার দিয়ে চিহ্নিত করুন।
যখন বইটি পড়বেন তখন এর প্রত্যেকটি অধ্যায় নিয়ে পতি/পতœীর সঙ্গে বা সহকর্মীর সঙ্গে বা কোনো অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারেন। অন্য কোনো ব্যক্তির, যিনি আপনার মানসিক শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন, দ্বিতীয় মতামত আপনার পক্ষে সুবিধাজনক হবে।
কার্য পরিকল্পনা শুরু করা
এই গ্রন্থের একটি বিশেষ উদ্দেশ্য হলÑআপনার বাকি জীবনের একটি কার্য পরিকল্পনা তৈরি করতে সাহায্য করা। যদি আপনি কখনো কার্যপরিকল্পনা নির্মাণ না করে থাকেন, তাহলে এর দ্বারা নিচে লিখিত তিনরকম ধারণায় উপনীত হওয়া যায়
১. আপনি কী অর্জন করতে চান?
২. কীভাবে অভীষ্টলাভের প্রত্যাশা করেন?
৩. কখন অভীষ্টলাভের পরিকল্পনা করেন?
যখন বইটি পড়বেন, তখন একটি ছোটো খাতা সঙ্গে রাখবেন এবং সেটিকে তিনটি বিভাগে ভাগ করবেন; একটিতে থাকবে আপনার লক্ষ্য, আরেকটিতে থাকবে আপনার পরিকল্পনার বিভিন্ন পর্যায় যার সাহায্যে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারেন, আর তিন নম্বর বিভাগে থাকবে আপনার সাফল্য অর্জনের সময়সূচি।
বইটি শেষ হয়ে যাওয়ার মধ্যেই আপনার ছোটো খাতাটি আপনার জীবনের ভিত্তিভূমি নির্মাণ করবে।
এই বইয়ের নীতিগুলো হলো সর্বজনীন। তাদেরকে যেকোনো অবস্থায়, যেকোনো সংগঠনে অথবা যেকোনো দেশে প্রয়োগ করা যায়। যেমন প্লেটো বলেছেন, ‘সত্য সর্বদাই চিরন্তন’। লেখার সুবিধার্থে সমস্ত বইতে আমি পুংলিঙ্গের ব্যবহার করেছি। বইয়ের নীতিগুলো প্রয়োগ করা যায় মহিলা ও পুরুষ দুজনের ক্ষেত্রেই এবং এগুলোর ভিত্তি মুখবন্ধের মতো অর্থাৎ বেশিরভাগ মানুষ অকৃতকার্য হয় তাদের বুদ্ধিহীনতার জন্য নয় বরং আকাক্সক্ষা, নির্দেশনা ও শৃঙ্খলার অভাবে।
শিব খেরা এর ইউ ক্যান উইন এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 280.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। you-can-win by Shib Kherais now available in boiferry for only 280.00 TK. You can also read the e-book version of this book in boiferry.