দিবাকর সম্পর্কে
আতাউর রহমান আলহাদী তারুণ্যদীপ্ত ভাবনাস্রোত ও চিন্তাস্রোতের নতুন পথের নাবিক। সে তার নাবিকি নিঃশ্বাসপুঞ্জে সাহসে ভর করে জাহাজে মাস্তুল তুলে বতিঘরের দিকে যাত্রা করেছে। শিল্প-সাহিত্যের অঙ্গনে সে একজন ইসলামী চেতনাসমৃদ্ধ তরুণ লেখক। তার রচিত মদীনার পথেসহ দিবাকর সিরিজের সবগুলাে বইয়ের পাণ্ডুলিপি আমি পাঠ করেছি। লেখক অত্যন্ত আন্তরিকভাবে রাসূলে খােদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে অবলােকন করেছে। ছড়া-কাব্যের এই গ্রন্থটিতে যেমন ইতিহাস উঠে এসেছে, তেমন এর সাথে যােগ হয়েছে। শিল্পের অনুষঙ্গটিও। স্তবকে স্তবকে শ্রুতিমধুর। অবারিত অন্ত্যমিল তার সুপ্ত শিল্পগুণকে ফুটিয়ে তুলেছে। এখানে ছড়ায়-ছন্দে ভাবের দ্যোতনা ও ইতিহাসের সত্যতা ফুটে উঠেছে। ছন্দ সম্পর্কে তার যে অর্জন আমি লক্ষ করেছি, সেটি তাকে সাহিত্য রচনায় আগামী প্রজন্মের পথিকৃৎ করে তুলবে। এতটুকু কথা আমি স্পষ্ট করেই বলতে পারি।
এ গ্রন্থটি মূলত কিশাের ও যুবক শ্রেণিকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করবে। পাশাপাশি ইসলামের প্রাগৈতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ, যুদ্ধবিগ্রহসহ নানা জ্ঞান সম্পর্কে শব্দ ঝংকারে | ও ছন্দের দোলায় পাঠককে ভ্রাম্যমাণ করবে। আতাউর রহমান আলহাদী তার নতুনতর। যাত্রাপথে এই গ্রন্থটির মাধ্যমে কিশােরদের হাতে প্রদীপ্ত আলােকবর্তিকা তুলে দিতে পারবে-এই বিশ্বাসটুকু আমি রাখি। তার শিল্প-সাহিত্যপথের এই যাত্রা সফল হােক।
আল মুজাহিদী
একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক
সাবেক সাহিত্য সম্পাদক, দৈনিক ইত্তেফাক
আতাউর রহমান আলহাদী এর উদ্দীপ্ত তরুণ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 134.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Uddipto Torun by Ataur Rahman Alhadiis now available in boiferry for only 134.00 TK. You can also read the e-book version of this book in boiferry.