আপু শােন। সবার দ্বারা সব কিছু হয় না। তুই আর আমি এক মায়ের গর্ভেই ছিলাম এক সাথেই জন্মেছি। ক্লাসে সবাই আমাদের টুইনগার্ল বলে। জন্ম সূত্রে আমরা টুইনগার্ল হলেও ব্যক্তি জীবনে আমরা আলাদা। তুই তাের মতাে। আমি আমার মতাে। তাই তাের চিন্তাভাবনা আর আমার চিন্তাভাবনা এক না। তুই পড়ালেখায় ভালাে। আচার-আচরণেও ভালাে। তােকে সবাই পছন্দ করে। আমি হচ্ছি তাের বিপরীত। তাই বলে তাের ভালােগুলাে। আমাকে অখুশি করে এটা তুই ভাবলি কেন? তাের ভালােগুলাে আমাকে কি যে আনন্দ দেয় তা তুই বুঝতে পারবি না। আমিও মনে হয় তােকে সেটা বােঝাতে পারি না। প্রকৃতির নিয়ন্ত্ৰা মাঝে মধ্যে তার প্রকৃতিকে নিয়ে অদ্ভুত কিছু খেলা খেলে। ওটা বােঝা আমাদের সাধ্যাতীত বিষয়। যেমন তােকে আমাকে আর আম্মুকে নিয়ে এখন খেলছে। তবে তােরা দুজন এ খেলা বুঝিস কিনা আমি জানি না। তবে আমি বুঝি। তাই আমিও আমার মত করে কিছু কাজ করি। এটা তােরা বা আমার চারপাশের মানুষ না বুঝলেও প্রকৃতির নিয়ন্ত্ৰা ঠিকই বােঝেন।
খোন্দকার মাহফুজুল হক এর টুইনগার্ল এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 97.50 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Twingirl by Khondokar Mahfuzul Haqueis now available in boiferry for only 97.50 TK. You can also read the e-book version of this book in boiferry.