তুমি:
তোমার গভীর চোখ,
ডুব সাঁতারে পার হতে
যেতে রাত হয়েছিল ভোর।
তোমার কপোল বেগুনী-গোলাপী
পারুলে মুগ্ধ স্বর্ণচাঁপা।
তোমার মিষ্টি হাসির স্মৃতি,
কত কাকভোরকে করেছে রাত।
বর্ষামাখা কদমের সুগন্ধে,
কত রাত হয়েছে ভোর।
শরৎ সন্ধায় আবছা আঁধারে ফোটা
তুমি শিউলি ফুল।
বকুলের মালা নিয়ে,
নির্ভার দাঁড়িয়ে থেকেছি কত।
অপেক্ষার প্রহর গোনার জন্য ততক্ষণে,
মেজেন্টা রংয়ের হাসি নিয়ে;
রক্তকাঞ্চন রমনা পার্কে দিয়েছে দেখা।
তোমার অধরের ঔজ্জ্বল্য,
শিমুলের রং হয়েছে বোহেমিয়ান।
তুমি গার্ল উইথ আ পার্ল ইয়ারিং
মনের ক্যানভাসে অনন্য তৈলচিত্র।
তোমার পায়ে আলতার রংয়ে
লজ্জা পেতো কৃষ্ণচূড়ার লাল।
তোমার চোখের কাজল হতে
উচাটন ছিল মন।
তোমার সাথে দেখা হওয়ার প্রতিটি ক্ষণ,
ভিঞ্চির তুলি মনের ক্যানভাসে এঁকেছে,
তুলনা রহিত অনেক ছবি ।
সবুজ কামিজ সাদা সালোয়ারের মেয়ে,
তুমি ছিলে আমার হৃদয়ে
রিনিঝিনি এক অপেরা হাউজ।
শীতের মিষ্টি রোদে তোমার অপরূপ
নাকে দৃশ্যমান ফোঁটা ফোঁটা ঘাম;
দেখে কোহিনুর হীরেও হতবাক।
তোমার রূপের সুরে গান বাঁধবে বলে,
হৃদয় হয়েছিল লালন ফকির।
এখন মরুময় প্রাণে,
পূর্ণিমার আলোয় তোমাকে খুঁজে ফিরি,
মনের সবুজ আমাজন আর ব্যাক ফরেস্ট বনে।
প্রণয় কী পরিণতি পায় পরিণয়ে,
বিচ্ছেদের মালাও তো জোটে প্রণয়ের।
এখন অবেলায় বসে ভাবছি আনমনে।
জাহিদ হোসেন মুন্শী এর তুমি এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 170.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Tumi by Zahid Hossain Munshiis now available in boiferry for only 170.00 TK. You can also read the e-book version of this book in boiferry.