"দ্য গো-গেটার" বইয়ের ব্যাক কভারে লিখা
পিটার বি. কাইনের ‘দ্য গো-গেটার' প্রথম প্রকাশের প্রায় শতবর্ষ পর আজও অত্যন্ত প্রভাবশালী ও উল্লেখযােগ্য বই হিসেবে বিবেচিত হয়ে আসছে। ব্যবসা-বাণিজ্য খাত থেকে শুরু করে অন্যান্য পরিমণ্ডলের অনুপ্রেরণা, আত্মশক্তি ও আত্মােন্নয়ন সন্ধানী মানুষদের জন্য আসলেই এক ‘রত্ম, মূল্যবান সম্পদ' এই বই।
এই ছােট্ট নােভেলা বা উপন্যাসিকার কাহিনি আবর্তিত হয়েছে পাইকারী কাঠ ব্যবসা ও এর পরিবহন খাতে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ক্যাপি রিকসের কাছে চাকরির সন্ধানে আসা সংশপ্তক সৈনিক বিল পেককে ঘিরে। তার কোম্পানিতে কাজের সন্ধানে কয়েকবার প্রত্যাখ্যাত হলেও ভেঙে পড়েনি বিল পেক। প্রতিষ্ঠানের অভিভাবক ক্যাপি রিকসকে কনভিন্স করে সেখানে চাকরি পায় সে। স্কাঙ্ক স্পার্সের মতাে কম চাহিদাযুক্ত পণ্যের বিপণনেও দারুণ সফলতা দেখিয়ে আস্থা অর্জন করে নেয় প্রতিষ্ঠানের কর্ণধারদের। কোম্পানির পূর্বদেশিয় ব্যবসা নিয়ন্ত্রণের কেন্দ্র সাংহাইতে প্রধান ব্যক্তি হিসেবে তাকে পাঠানাের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এর আগে রিকস তার জন্য রেখে দেন ছােট এক দায়িত্ব-সন্ধ্যা সাতটা পঞ্চান্নর ভেতর তাকে কিনে নিয়ে আসতে হবে একটা ছােট্ট নীল ফুলদানী।
কিন্তু, বিল পেক তখনাে ভাবতে পারেনি এই ছােট্ট কাজেই তার জন্য অপেক্ষা করছে কত বড়ো চ্যালেঞ্জ, কতগুলাে বাধা! সেইসব চ্যালেঞ্জ ও বাধা অতিক্রম সে কি সফল হলাে তার ওপর সমর্পিত দায়িত্ব পালনে? সক্ষম হলাে কি সাংহাই অফিসের প্রধান ব্যক্তি হিসেবে নিজের স্থানটা নিশ্চিত করতে?
এককথায়, রােমাঞ্চ, মজাদার ঘটনা বা বাধা পেরিয়ে সফল হওয়ার পথনির্দেশ-সবই আছে এই বইয়ের ক্ষুদ্র পরিসরে। আত্মোন্নয়নে ও জীবনে কাঙিক্ষত লক্ষ্যে পৌছতে দৃঢ়প্রতিজ্ঞ সবার কাছেই এক অবশ্য পাঠ্য বই এটি।
পেটার বি. কাইনি এর দ্য গো গেটার এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 93.60 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। The Go Getter by Peter B. Kyneis now available in boiferry for only 93.60 TK. You can also read the e-book version of this book in boiferry.