অগ্নিশিখার পাখি
একবার দুই শিকারি একটা হরিণের পিছু নিয়ে গ্রাম ছেড়ে বহুদূরের এক বনের উপকণ্ঠে চলে এলো। কিন্তু হরিণটাকে আর খুঁজে পাওয়া গেল না। তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসে। বাধ্য হয়ে বনের পাশে বসে দু’জন বিশ্রাম নিচ্ছিল। তারা পশ্চিম আকাশে তাকিয়ে উজ্জ্বল এক আলোর গোলক দেখতে পেল।
শিকারিদের একজন বলল, ওটা কিন্তু চাঁদ। অন্যজন বলল, ওটা চাঁদ নয়, ওটা কোনো গ্রহও নয়। তখন দুজনই ভাবল, গাছের উপরে দূরের আকাশে দেখা যাচ্ছে... আসলে ওটা কীসের আলো? শিকারিরা ভয় পেল। ওদের মনে হলো, ওই আলো কোনো সাধারণ আলো নয়, ওটা যেন কারো ক্রোধের আগুন।
শেখ মনিরুল হক এর সত্যবাদী তোতাপাখি এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 67.50 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Sottobadi Totapakhi by Shekh Monirul Haqis now available in boiferry for only 67.50 TK. You can also read the e-book version of this book in boiferry.