ফ্ল্যাপে লিখা কথা
আধুনিক বাঙালির প্রিয়তম কবি জীবনানন্দ দাশ। যে-জীবনানন্দ তাঁর জীবৎকালে ছিলেন উপেক্ষিত ও অস্বীকৃত, কখনো কখনো নিন্দিত ও কুখ্যাত, অল্প কয়েকজন সুধী ব্যক্তি যাঁর প্রতিভা চিনতে পেরেছিলেন, মৃত্যুর পরে সেই জীবনানন্দ বাঙালির হৃদয় উত্তরোত্তর দখল করে চলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের পরে জীবনানন্দ দাশই সারা পৃথিবীর যে-কোনো স্থানের বাঙালিকে অধিকার করে আছে। এই বিজয় এক অসাধ্য সাধন, কেননা তা শুধুমাত্র কবিতার দ্বারা সাধিত হয়েছে, পূর্বোক্ত দুই মহাজনের মতো তাঁর নেই কোনো সুর-সঞ্চালিত গানের অক্ষয় ভাণ্ডার। তারপটরেও জীবনানন্দ একালের বাংলা কবিতার উচ্চতম বিজয়স্তম্ভটি রচনা করেন। তার কারণ আধুনিক বাঙালির দ্বন্দ্ব বেদনা ও আনন্দকে জীবনানন্দ যে-ভাবে বাণীরূপ দিয়েছেন, আর কেউ তা পারেন নি।
জীবনানন্দ দাশ ।তিহ্যকে গ্রহণ করেছেন- কিন্তু তা আমাদের সমকাল ও ভবিষ্যৎকে অগ্রসর করে দেবার জন্যে। তাঁর ইতিহাসচেতনা যেমন দেশজ, তেম্নি আন্তর্জাতিক। পায়ের নিচের ঘাসকে যেমন তিনি রূপ দিয়েছেন, তেম্নি রূপ দিয়েছেন আকাশের গ্রহ-নক্ষত্রকে। আমূল রোমান্টিক কবি তিনি। বাংলা কবিতায় নারী ও নিসর্গের শ্রেষ্ঠ রূপকার তিনি। আবার তাঁর কালের দুর্ভিক্ষ-দাঙ্গা-দেশবিভাগকে তিনি তুলে এনেছেন কবিতায়। জীবনানন্দ দাশের মৃত্যুর পর-পরই নীহাররঞ্জন রায় যে তাঁকে ‘মহত্তম কবি’ অভিধা দিয়েছিরৈন- আজ দেখা যাচ্ছে- তা দিবালোকের মতো সত্য ও দীপ্যমান। শুধু বাংলা ভাষার নয়, পৃথিবীর যে-কোনো ভাষা-সাহিত্যের নিরিখে জীবনানন্দ দাশ মহত্তম কবি।
কবির জীবদ্দশায় তাঁর মাত্র সাতটি কবিতাগ্রন্থ বেরিয়েছিলো। এই কবিতাগ্রন্থগুলিতে মাত্র তাঁর ১৬২টি কবিতা গৃহীত হয়েছিলো। ইতিমধ্যেই জীবনানন্দ রচিত ঐ সংখ্যা চার গুণ কবিতা আবিষ্কৃত ও প্রকাশিত হয়েছে। বর্তমান সংগ্রহে সেই বিরাট কবিতা-ভাণ্ডার থেকে সযত্নে শ্রেষ্ঠ ও লোকপ্রিয় কবিতাগুলি সংকলন করা হয়েছে।
কিন্তু ইতিমধ্যেই যা সমস্ত বাঙালি পাঠককে বিস্মিত ও চমৎকৃত করেছে, তা হচ্ছে জীবনানন্দ রচিত কয়েকটি উপন্যাস এবং অজস্র ছোটোগল্পের প্রকাশ। এই উপন্যাস ও গল্পগুচ্ছে যে জীবনানন্দকে আমরা পাই, তিনি কেবল কবি জীবনানন্দের সম্প্রসার নন-সম্পূরক সত্তাও। বর্তমান সংগ্রহে জীবনানন্দের শ্রেষ্ঠ তিনটি উপন্যাস-মাল্যবান, বিভা ও নিরুপম যাত্রা গৃহীত হয়েছে। আর সংকলিত হয়েছে অনেকগুলি ছোটোগল্প।
এখন দেখা যাচ্ছে, জীবনানন্দ বেশ-কিছু প্রবন্ধ ও সমালোচনাত্মক রচনা প্রণয়ন করেছেন। বর্তমান সংগ্রহে জীবনানন্দের কয়েকটি জাজ্বল্যমান প্রবন্ধ ও বইরিভিয়্যু গ্রথিত হয়েছে। এছাড়াও আছে জীবনানন্দের পত্রাবলি থেকে উল্লেখযোগ্য কয়েকটি চিঠি। তাঁর সর্বশেষ-আবিষ্কৃত কবিতা ও গল্পও যোজিত হয়েছে।
বর্তমান সংগ্রহের সম্পাদক আবদুল মান্নান সৈয়দ গত পঁচিশ বছর ধরে অনবচ্ছিন্নভাবে জীবনানন্দ চর্চা করে চলেছেন। তাঁরই কল্যাণে আবিষ্কৃত হয়েছে জীবনানন্দের অনেক অগ্রন্থিত কবিতা, কবির লেখা প্রথম প্রবন্ধ ও বইরিভিয্যুগুলি। বর্তমান সংগ্রহে প্রথমবারের মতো গ্রন্থর্ভূত হলো জীবনানন্দের একটি অজ্ঞাত রচনা ‘কালপুরুষের উক্তি’। রচনার পরে সে অস্বাক্ষরিত রচনাটি মান্নান সৈয়দই নিয়ে এলেন দিনের আলোয়।
এই সংগ্রহের পরিশেষ-অংশে জীবনানন্দ সম্পর্কিত বিপুল তথ্য সমাহৃত হলো। কবিপত্নী লাবণ্য দাশ, কবিভ্রাতা অশোকানন্দ দাশ, ভ্রাতৃবধূ নলিনী দাশ ও কবিকন্যা সঞ্জুশ্রী দাশের সাক্ষাৎকার; কবির পিতা সত্যানন্দ দাশ প্রতিষ্ঠিত সম্পাদিত ‘ব্রহ্মবাদী’ পত্রিকা সম্পর্কে তথ্যাবলি; কবির পরিবার-পরিজনদের লেখার নমুনা; ইত্যাদি বহু বিষয় গ্রন্থশেষে নিবিষ্ট করা হয়েছে।
শ্রেষ্ট জীবনানন্দ কবি জীবনানন্দ দাশ সম্পর্কে অপরিহার্য এক গ্রন্থ।
জীবনানন্দ দাশ এর শ্রেষ্ঠ জীবনানন্দ : জীবনানন্দ রচনাবলীর প্রকাশিত-অপ্রকাশিত সংকলন এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 510.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। sheresto jibonando jibonando rochonaboli-prokasheto oprokasheto songkolon by Jibonanando Dasis now available in boiferry for only 510.00 TK. You can also read the e-book version of this book in boiferry.